বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Primary Recruitment Scam) গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। কালীঘাটের কাকু (Kalighater Kaku) নামেই অধিক পরিচিত তিনি। ইতিমধ্যেই জেলমুক্তি হয়েছে তাঁর। ‘কাকু’কে অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার আদালতে হাজিরা দিলেন তাঁর সহযোগী তথা বিজেপি নেতা অরুণ হাজরা ওরফে চিনু।
দীর্ঘ টালবাহানা শেষে আদালতে হাজিরা দিলেন বিজেপি নেতা! (Primary Recruitment Scam)
এর আগে একাধিকবার অরুণকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি তা এড়িয়ে যেতেন। তাঁর আইনজীবী জানাতেন, মক্কেল অসুস্থ। সেই কারণে সশরীরে আদালতে উপস্থিত হতে পারছেন না। অবশেষে মঙ্গলবার উপস্থিত হলেন তিনি।
জানা যাচ্ছে, এদিন কেস ডায়েরি তলব করেছিলেন বিচারক। সেটা পেশ করে তদন্তকারী সংস্থা। সেই সঙ্গেই অরুণ সম্পর্কে সমস্ত রিপোর্ট জানানো হয়। এদিন বিচারক এই বিজেপি নেতা সম্বন্ধে সিবিআইয়ের বক্তব্য জানতে চান বলে খবর।
আরও পড়ুনঃ BJP শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের ‘হেনস্থা’! বিরাট পদক্ষেপ অধীর চৌধুরীর
কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে জানানো হয়, অরুণ (Arun Hazra) ওরফে চিনুর বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি চাকরিপ্রার্থীদের থেকে টাকা আদায় করে সেটি সুজয়কৃষ্ণ তথা কালীঘাটের কাকুকে দিতেন। চাকরিপ্রার্থীদের থেকে আদায় করা এই টাকার পরিমাণ প্রায় ৭৫ কোটি টাকা!
জানা যাচ্ছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে হেফাজতে রেখে জেরার সময় অরুণের নাম উঠে আসে। সিবিআই (CBI) গোয়েন্দারা জানতে পারেন, চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়ের কাজ করতেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটেও সেকথাই উল্লেখ করা আছে বলে খবর।
অরুণ অবশ্য একা এই কাজ করতেন না। তার একাধিক এজেন্ট ছিল। প্রাথমিক শুধু নয়, এসএসসি চাকরিপ্রার্থীদের থেকেও টাকা আদায় করতেন বলে খবর। এবার তিনিই আদালতের সামনে হাজিরা দিলেন।
উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ইতিমধ্যেই জামিন পেয়েছেন। আগামী জুন অবধি তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এবার আদালতে হাজিরা দিলেন তাঁর সহযোগী অরুণ ওরফে চিনু। এরপর এই মামলা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।