বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা (Primary Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরে সরব রাজ্য রাজনীতি। এই জল গড়িয়েছে বহুদূর। মামলার অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এবার এই নিয়েই সামনে আসছে বড় খবর! জানা যাচ্ছে, কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে রয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh)।
প্রাথমিকের মামলার (Primary Recruitment Scam) তদন্তে নয়া তথ্য পেয়েছে সিবিআই
শুক্রবার বিচারভবনে সিবিআইয়ের করা মামলার শুনানি ছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে আদালতে জানানো হয়, এই মামলার তদন্তে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। এবার সেগুলি যাচাই করতে উদ্যোগী তারা। আর সেটার জন্য দরকার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা।
এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার (Primary Recruitment Scam) অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। এরপর সিবিআইয়ের তরফ থেকেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানানো হয়। দীর্ঘ টানাপড়েন শেষে সম্প্রতি ‘কাকু’র কণ্ঠের নমুনা নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তারা কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে উদ্যোগী।
আরও পড়ুনঃ কড়া পদক্ষেপ নবান্নের! এবার গঠন করা হল নয়া কমিটি! বিজ্ঞপ্তি জারি হতেই শোরগোল
জানা যাচ্ছে, এদিন সিবিআইয়ের (CBI) তরফ থেকে বিচারভবনে এই সংক্রান্ত আবেদন জানানো হয়। অনুমতি দিয়েছেন বিচারক। আগামী ১৮ ফেব্রুয়ারি তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কালীঘাটের কাকু, অয়ন শীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়রা। কুন্তল ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন। প্রায় ২৩ মাস জেলবন্দি থাকার পর গত নভেম্বর মাসে সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি। এরপর জেলমুক্তি হয়।
এবার সেই কুন্তলেরই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে উদ্যোগী সিবিআই। ইতিমধ্যেই সেই মর্মে অনুমতি দিয়ে দিয়েছেন বিচারক। আগামী ১৮ ফেব্রুয়ারি তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। তদন্তের স্বার্থে এই নমুনা সংগ্রহ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর এই মামলা (Primary Recruitment Scam) কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।