বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Primary Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। এবার বছর শেষের আগে এই নিয়েই সামনে আসছে বড় খবর! কয়েকদিন আগেই জানা গিয়েছিল, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জগঠন পিছিয়ে গিয়েছে। এবার জানা গেল, বড় ‘পদক্ষেপ’ নিয়েছেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh), মানিক ভট্টাচার্য সহ ৯ জন অভিযুক্ত।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) বড় খবর!
গত শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সব অভিযুক্তকে আদালতে উপস্থিত করাতে না পারায় চার্জ গঠনের শুনানি পিছিয়ে যায়। জানা যায়, পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৩ ডিসেম্বর। এদিনও ইডির মামলার চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে গেল।
রিপোর্ট বলছে, আজ ইডির বিশেষ আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) ৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়। তবে তার আগেই কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য সহ ৯ জন অভিযুক্ত এই মামলা থেকে অব্যাহতি চেয়ে নতুন করে মামলা দায়ের করেন।
আরও পড়ুনঃ সরকারি কর্মীদের পোয়া বারো! একধাক্কায় ৭% DA বাড়াল রাজ্য! কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?
সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী শতরূপা, পুত্র শৌভিক, তাপস মণ্ডল সহ ৯ জন অভিযুক্ত এই মামলা থেকে অব্যাহতি চেয়ে নতুন করে মামলা দায়ের করেছেন। যে কারণে আজ ফের চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে যায়।
জানা যাচ্ছে, সুশীল মেহতা নামের একজন ব্যবসায়ীও মামলা (Primary Recruitment Scam) থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন। তাঁর আইনজীবী আদালতে বলেন, সবার বিরুদ্ধে চার্জ গঠন না করে, শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্টে আবেদনকারী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কেবলমাত্র চার্জ গঠন করা হোক। কারণ বাকি অভিযুক্তদের আইনজীবীরা ১০,০০০ পাতার নথি পড়ে ওঠার সুযোগ পাননি। আজ দুপুর ২টোর পর এই মামলার শুনানি হবে বলে খবর। এরপর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার মোড় কোনদিকে ঘোরে সেটাই এবার দেখার।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার