বাংলা হান্ট ডেস্কঃ শ্বশুরের ‘চাপ’ বাড়িয়েছেন জামাই! সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) ‘রাজসাক্ষী’ হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই কল্যাণময় ভট্টাচার্য (Kalyanmoy Bhattacharya)। এবার কল্যাণময়ের বিরুদ্ধেই মুখ খুললেন তাঁর মামা। ইতিমধ্যেই আদালতে সাক্ষ্য দিয়েছেন তিনি।
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে (Primary Recruitment Scam) নয়া মোড়?
আমেরিকা নিবাসী পার্থর জামাই বর্তমানে কলকাতায় রয়েছেন। সম্প্রতি তিনি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ‘রাজসাক্ষী’ হয়েছেন। গোপন জবানবন্দির মাধ্যমে এই মামলায় গুরুত্বপূর্ণ তথ্য আদালতে পেশ করতে চান, আইনজীবীর মাধ্যমে এমন আবেদন করেন কল্যাণময়। তাঁর সেই আর্জি মেনে নেন বিচারক।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) আগে পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিযুক্তদের তালিকায় নাম ছিল তাঁর জামাইয়েরও। কিন্তু রাজসাক্ষী হয়ে যাওয়ার পর তাঁকে অভিযুক্তের লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এবার সেই কল্যাণময়ের বিরুদ্ধেই আদালতে সাক্ষ্য দিলেন তাঁর মামা। যিনি সম্পর্কে প্রাক্তন মন্ত্রী পার্থর বেয়াই হন।
আরও পড়ুনঃ হাইকোর্টের বিচারপতির নামে প্রতারণা! তদন্ত হতেই যা বেরিয়ে এল… তোলপাড় বাংলা!
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কিছু সংস্থার খোঁজ পেয়েছিলেন গোয়েন্দারা। এর মধ্যে পাঁচটি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন কল্যাণময়ের মামা। পাঁচটি সংস্থার মধ্যে আবার দু’টি সংস্থার ডিরেক্টরও ছিলেন তিনি। কল্যাণময়ের মামা সোমবার আদালতে দাবি করেন, ভাগ্নের কথায় বিশ্বাস করে তিনি সংস্থার নথিতে সই করেছিলেন!
পার্থর বেয়াই বলেন, ডিরেক্টর হলেও ওই সকল সংস্থার যাবতীয় নথিপত্র ভালো করে না পড়েই সই করেছিলেন। ভাগ্নেকে বিশ্বাস করতেন। সেই কারণে তিনি যেখানে বলতেন, সেখানেই সই করে দিতেন বলে দাবি করেন কল্যাণময়ের মামা।
জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন মন্ত্রীর এই বেয়াইয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি (Enforcement Directorate)। তখন একাধিক দলিলের ‘ফটোকপি’ উদ্ধার করেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সেই সঙ্গেই বেশ কয়েকটি সংস্থার নামও উঠে আসে।
গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, ওই সংস্থার সঙ্গে নিয়োগ দুর্নীতি কাণ্ডের (Primary Recruitment Scam) যোগসূত্র রয়েছে। গত বৃহস্পতিবার পার্থর জামাই কল্যাণময়ের মামার বয়ান নথিভুক্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ভাগ্নে কল্যাণময়ের বিরুদ্ধে বিচারভবনে সাক্ষ্য দিলেন তিনি।
দিলীপকে সমর্থন হুমায়ুন কবীরের! শুনেই BJP নেতা বললেন, কে…