দিনে-দুপুরে গুঁড়িয়ে দেওয়া হল আস্ত সরকারি স্কুল, হুঁশ নেই প্রশাসনে

বাংলা হান্ট ডেস্ক: কিছু সময় আগে পর্যন্ত সেখানে পড়াশোনা করেছে বাচ্চারা। কিন্তু করোনার সময় স্কুল বন্ধ। আর সেই সুযোগে কেউ বা কারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আস্ত স্কুল ভবনটি। দিনে-দুপুরে কারা এই স্কুল ভবনটি ভেঙে ফেলল, অনুমতিই বা কে দিল, সেই সম্পর্কে হুঁশ নেই স্থানীয় প্রশাসনেরই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার (Malda) ইংরেজবাজারে।

ইংরেজবাজারের ১০ নম্বর ওয়ার্ডে ৭০-এর দশকে তৈরি হয় ছাত্রবন্ধু প্রাথমিক বিদ্যালয়। এখনও সেখানে পঠন পাঠন চালু আছে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে মূল ভবনটির অবস্থা বেশ জীর্ণ হয়ে পড়ে। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করেই বিদ্যালয়টি ভাঙা শুরু হয়। সকলে মনে করেছিলেন হয়তো ভবনটির সংস্কার করা হবে। কিন্তু তা হয়নি। অবাক শিক্ষক-শিক্ষিকারা বিষয়টি তখন প্রশাসনের নজরে আনে।

   

কিন্তু সেখানে গিয়ে চক্ষু চড়কগাছ শিক্ষকদের। জেলা প্রশাসনের তরফে জানানো হয়, তারা স্কুল ভাঙার বিষয়ে কিছু জানেনই না। পরে সরকারি সম্পত্তি ভাঙচুরের একটি মামলা রুজু করা হয়েছে। এই প্রসঙ্গে ইংরেজবাজার পুরসভার প্রশাসক সমিতির সদস্য দুলাল সরকার জানান, স্কুলের ভবনটি বেশ পুরনো হয়ে গিয়েছিল। জানতে পেরেছি কেউ ওই স্কুলের ভবনটি ভেঙে দিয়েছে। আমরা সেখানে একটি নতুন ভবন গড়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনকে বলা হয়েছে ওই স্থানে কেউ আবাসন গড়ছে কিনা, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পুরো বিষয়টি পুরসভা খতিয়ে দেখছে।

সম্পর্কিত খবর