বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার বড়োসড়ো ঘোষণা করলো রাজ্য সরকার, বেতন বাড়াল প্রাথমিক শিক্ষকদের। তাঁদের গ্রেড পে ২৬০০ টাকা থেকে বাড়িয়ে, করা হল ৩৬০০ টাকা। যদিও বহু শিক্ষক-শিক্ষিকারা এখনও সর্বভারতীয় হারে বেতন এবং অন্যান্য দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার নজরুল মঞ্চে তৃণমূলের প্রাথমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন এই বেতন বৃদ্ধির সিদ্ধান্তের কথা। তিনি বলেন, ‘‘২৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩২০০ টাকা গ্রেড পে করার অনুমোদন আগেই মিলেছিল। পরে গ্রেড পে ৩৬০০ টাকা করার সুপারিশ মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়। সেই বিষয়েও অনুমোদন মিলেছে।’’
এতদিন পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষকতায় এলেই প্রায় ২১ হাজার টাকা বেতন পাওয়া যেত। এবার শিক্ষকদের গ্রেড পে ৩৬০০ টাকা হওয়ায়, শুরুতেই প্রায় ২৯ হাজার টাকা বেতন হবে একজন প্রাথমিক শিক্ষকের। এক ধাক্কায় বেড়ে গেল ৮০০০ টাকা বেতন। এই নতুন সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় এক লক্ষ ৮৫ হাজার শিক্ষক-শিক্ষিকা।