বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা, ৩২ হাজার চাকরি বাতিল মামলার (TET Scam) শুনানি হল না কলকাতা হাই কোর্টে। সোমবার, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলাটি তালিকাভুক্ত ছিল। ব্যক্তিগত কারণ দেখিয়ে এদিন টেট মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি সৌমেন সেন।
টেট দুর্নীতি মামলা থেকে অব্যাহতি নিলেন জাস্টিস সেন-TET Scam
সূত্রের খবর, মামলাটি হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দিয়েছেন জাস্টিস সেন। বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ানোয় মামলাটি আর সংশ্লিষ্ট ডিভিশনের বেঞ্চের বিচারাধীন রইল না। এরপর প্রধান বিচারপতি নতুন কোনো বেঞ্চে মামলা পাঠাবেন।
প্রসঙ্গত, ২০১৬ সালে ৩২ হাজার শিক্ষকের নিয়োগ বেআইনি বলে অভিযোগ ওঠে। এরপর ওই সংখ্যক চাকরি খারিজ করে দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সেই রায় চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য।
জানিয়ে রাখি, এদিকে এই সংক্রান্ত আরেকটি মামলা চলছিল হাইকোর্টে। যেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা ৪২ হাজার নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। পরে সেই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে উঠলে তাতে স্থগিতাদেশ দেওয়া হয়।
আরও পড়ুন: ‘এখনও বরখাস্তের নোটিশ পেয়েছেন? চাকরি করুন না’! চাকরিহারাদের উদ্দেশে বিরাট বার্তা মমতার
সম্প্রতি নিয়োগ দুর্নীতির জেরে (SSC Recruitment Scam) SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যার ফলে একধাক্কায় চাকরি গিয়েছে প্রায় ২৬০০০ জনের। এরই মধ্যে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে চাপানউতোর।