Primary TET 2021 এর দিনক্ষণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা সংসদ

Published On:

Primary TET 2021 এর দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ডিসেম্বর মাসেই টেট পাশ করা পরিক্ষার্থীদের নিয়োগ শুরুর করার ঘোষণার পাশাপাশি টেট পরীক্ষার কথাও ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রাথমিক শিক্ষা সাংসদ জারি করল প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ জানুয়ারি ২০২১ দিন ঠিক হয়েছে পরীক্ষার। দুপুর একটায় শুরু হবে পরীক্ষা। সময় আড়াই ঘন্টা। উত্তর দিতে হবে ১৫০ নম্বরের। আড়াই লাখের বেশি পরীক্ষার্থী দেবেন এই পরীক্ষা।

পাশাপাশি, ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে টেট হয়েছিল তাতে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ২০ হাজারের বেশি এই পরীক্ষায় পাশ করেছিল। ডিসেম্বর মাসেই তাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারির মধ্যেই শেষ হবে নিয়োগ প্রক্রিয়া। পাশাপাশি, যে সব পরীক্ষার্থী পাশ করেও ইন্টারভিউতে সফল হবে না তাদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে।

জানিয়ে রাখি, স্কুল সার্ভিস কমিশন (SSC). জানুন ২১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সাঁওতালি মাধ্যমের জুনিয়র হাই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। তবে এই বিজ্ঞপ্তি অনুসারে, পার্বত্য অঞ্চলে অবস্থিত সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে নিয়োগ হবে না এই পর্বে।

প্রসঙ্গত, ২০১৯ সালে যে নবম-দশম এবং একাদশ – দ্বাদশ শ্রেনীর অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। যারা এইসময় আবেদন করেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। জানানো হয়েছে, পর্যাপ্ত আবেদন জমা না পড়ায় এবং নিয়োগ বিধি বদলে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

 

সম্পর্কিত খবর

X