বাংলা হান্ট ডেস্কঃ প্রাইমারি টেট (TET) থেকে এসএসসি, সর্বক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে কঙ্কালসার দশা রাজ্যের। প্রাথমিক নিয়োগে দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে হাইকোর্টে। আটকে রয়েছে বহু নিয়োগ। তবে এরই মাঝে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)।
TET সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা
মেধাতালিকাভুক্ত প্রার্থীদের তৃতীয় ধাপের কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দিল পর্ষদ। ওই নির্দিষ্ট দিনে কাউন্সেলিংয়ের জন্য নির্বাচিত প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। নোটিশে জানানো হয়েছে, তৃতীয় পর্বে মেধা তালিকার অধীনে প্রার্থীদের রাজ্য স্তরের কাউন্সেলিং বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এই প্রার্থীদের নাম দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং অনুসারে প্রস্তুত প্রাসঙ্গিক জেলা-ভিত্তিক প্যানেলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
নোটিসে জানানো হয়েছে, ২১/০৮/২০২৪ এবং ২২/০৮/২০২৪ দুপুর ১২টা থেকে বোর্ডের অফিসে প্রাথমিক শিক্ষা “আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন”, DK-7/1, সেক্টর-II, কলকাতা-700091 বিধাননগরে এই প্রার্থীদের কাউন্সেলিং হবে। যাদের এই পর্বে ডাক আসেনি তাদের পরবর্তী বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।
আরও পড়ুন: নিম্নচাপের অ্যাকশন শুরু! দু’ঘণ্টায় ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই ৬ জেলায়
এই পর্বে কাউন্সেলিং এর জন্য যোগ্য প্রার্থীদের TET এর অ্যাডমিট কার্ড, টেট যোগ্যতার ডাউনলোড করা নথি, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট /কাউন্সিল/বডি, উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট, ভোটার আইডি বা আধার কার্ড, দুই বছরের মার্ক শীট এবং সার্টিফিকেট ডি. এল. Ed./D.Ed., মার্কশিট এবং গ্রাজুয়েশন সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, পিএইচ সার্টিফিকেট এই সমস্ত নথিগুলি সঙ্গে নিতে হবে। এছাড়াও সাথে নিতে হবে প্রার্থীদের একটি স্ব-প্রত্যয়িত ফটোকপি।