প্রাথমিক TET নিয়ে ‘বিরাট’ রায় দিল কলকাতা হাইকোর্ট, মুখে হাসি উত্তীর্ণদের

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) একক বেঞ্চ ২০১৪ সালের প্রাথমিক টেটের (Primary TET) ছয় নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশে যে কোনও ভুল নেই তা মঙ্গলবার সাফ জানিয়ে দিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ (High Court Division bench)। প্রশ্ন ভুল মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

প্রসঙ্গত, ২০১৮ সালে ২০১৪ সালের টেটে ছ’টি প্রশ্ন ভুল রয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এই বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করলে প্রশ্নপত্র যাচাই করে কমিটি জানায়, ছ’টি প্রশ্ন ভুল রয়েছে। এরপর ওই ভুল প্রশ্নের উত্তর দিয়ে নেগেটিভ মার্কিং পাওয়া পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার নির্দেশ দেয় আদালত।

এরপর বিচারপতি চট্টোপাধ্যায়ের ওই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। পরে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন মামলাকারী ছাড়াও ২০১৪ সালের সকলের টেট পরীক্ষার্থীকে ছয় নম্বর দিতে হবে।

আরও পড়ুন: বুকে ‘ব্যথা’ নিয়ে অ্যাম্বুল্যান্স থেকে নামতেই ‘কালীঘাটের কাকু’র ‘কু-কথা’র ফুলঝুড়ি! যা হল…

এরপর ঘটনাক্রমে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই ধরনের মামলা উঠলে তিনিও সেই নির্দেশে শীলমোহর দিয়ে জানান, ২০১৪ সালের টেট দেওয়া সকলকে ছয় নম্বর দিতে হবে। পরে এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়ে জানান, এই বাড়তি ছয় নম্বর পাওয়ার ফলে যারা টেট উত্তীর্ণ হয়েছেন, তারাও চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

high court

আরও পড়ুন: ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ডুবতে চলেছে রাজ্যের ১১ জেলা! তড়িঘড়ি সতর্কতা জারি IMD-র

বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, তিন মাসের মধ্যে ওই টেট উত্তীর্ণ ছয় নম্বর দিয়ে চলতি নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে। নির্দেশ দিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্যানেল তৈরি করে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করার জন্য। বিচারপতির রায়ের ফলে নিয়োগের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। এই ইস্যু তুলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।

তবে এদিন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ মামলাটি ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চেই ফেরত পাঠালেন। ফলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চেই ২০১৪ সালের প্রাথমিক টেটের ৬ নম্বরের মামলা ফেরত গেল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর