মৃত ব্যক্তির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট মানিকের স্ত্রীয়ের! TMC বিধায়ককে ফের হেফাজতে পাঠালো আদালত

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় পুনরায় একবার চাঞ্চল্যকর তথ্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। একই সঙ্গে দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) তিন দিন জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। এক্ষেত্রে ইডির তরফ থেকে ১৪ দিনের হেফাজতের আবেদন করা হলেও অবশেষে তিন দিনের  জন্য হেফাজতে পাঠানো হলো মানিককে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এসএসসি থেকে শুরু করে প্রাথমিক টেটের মতো একাধিক দুর্নীতি মামলায় তোলপাড় বঙ্গ রাজনীতি। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহার মতো তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী এবং শিক্ষা আধিকারিকরা হেফাজতে।

পাশাপাশি সম্প্রতি এই মামলায় ইডির হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্য। এক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে ‘কিংপিন’ মানিক ভট্টাচার্য বলে দাবি তদন্তকারী অফিসারদের। ইতিমধ্যেই মানিকের নিকট হতে বিপুল পরিমাণ সম্পত্তি এবং একাধিক গুরুত্বপূর্ণ নথির সন্ধান পেয়েছে গোয়েন্দা অফিসাররা। এর মাঝেই এদিন পুনরায় একবার উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।

প্রসঙ্গত, এদিন পুনরায় একবার মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করা হয়। এক্ষেত্রে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলার পাশাপাশি মানিকের বিরুদ্ধে ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করে ইডি। তবে আদালতের তরফ থেকে তিন দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ আগামী ২৮ তারিখ পুনরায় একবার আদালতে পেশ করা হবে তাঁকে।

এদিন আদালতে ইডির আইনজীবের তরফ থেকে দাবি করা হয়, মানিক ভট্টাচার্য এবং তাঁর পরিবারের লোকজনের নামে একাধিক একাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে। এক্ষেত্রে ২০১৬ সালে মৃত এক ব্যক্তির (মৃত্যুঞ্জয় চক্রবর্তী) নামের সঙ্গে জয়েন্ট একাউন্ট রয়েছে মানিকবাবুর স্ত্রীয়ের। ইডির দাবি অনুযায়ী, উক্ত একাউন্টে রয়েছে তিন কোটি টাকা। এছাড়াও পরিবারের অন্যান্য সদস্য মিলিয়ে সেই সম্পত্তির পরিমাণ প্রায় ১০ কোটি।

Untitled design 73 1

শুধু তাই নয়, একইসঙ্গে তৃণমূল কংগ্রেস বিধায়কের বাড়ি থেকে দুটি ফোল্ডারের সন্ধান পেয়েছে তদন্তকারী অফিসাররা। এক্ষেত্রে মোট চার হাজার চাকরিপ্রার্থীর মধ্যে আড়াই হাজার জনকে নিয়োগের পিছনে মানিকের হাত রয়েছে বলে দাবি গোয়েন্দা সংস্থার। আদালতে এদিন ইডির আইনজীবীর তরফ থেকে দাবি করা হয়, শুধুমাত্র প্রাথমিক শিক্ষা সংক্রান্ত দুর্নীতিই নয়, পাশাপাশি ডিএলএড কলেজের অফলাইন ভর্তি থেকেও ছাত্র প্রতি ৫০০০ টাকা করে কাটমানি নিতেন মানিক ভট্টাচার্য।

Sayan Das

সম্পর্কিত খবর