ফের প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তোলপাড়! CBI’র টার্গেটে ৭ বিধায়ক ও কাউন্সিলর, রিপোর্ট হাইকোর্টে

বাংলাহান্ট ডেস্ক : প্রাথমিক নিয়োগ দুর্নীতি কান্ডে সিবিআই নজরে আরো সাতজন বিধায়ক ও কাউন্সিলর। সিবিআই আরও সাত জনের নাম উল্লেখ করেছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জমা দেওয়া রিপোর্টে। রিপোর্ট পেশ করার পর বুধবার জানানো হয়েছে যে সাত জনের নাম এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে তারা প্রত্যেকে বিধায়ক ও কাউন্সিলর।

যদিও এই সাতজন কে এবং কীভাবে তারা যুক্ত দুর্নীতির সাথে সেই বিষয়ে কিছু বলা হয়নি। এই রিপোর্ট পেশের পর অনেকেই মনে করছেন আগামী দিনে সিবিআই-এর হাতে ধরা পড়তে চলেছেন বেশ কিছু হেভিওয়েট। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই মুখবন্ধ খামে বুধবার জমা দেয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।

আরোও পড়ুন : গোটা দেশে লাগু হলেও CAA আইন চলবে না এই জায়গায়! জানুন নেপথ্যের আসল কারণ

জানা গেছে সেই রিপোর্টে রয়েছে রাজ্যের ৭ জন বিধায়ক ও কাউন্সিলরের নাম। জানা যাচ্ছে রাজ্যের এই বিধায়ক ও কাউন্সিলররা নিয়োগ দুর্নীতিতে  বিভিন্ন স্তরে সাহায্য করেছিলেন। এমনকি রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে তদন্ত করতে গিয়ে কীভাবে এদের নাম উঠে এসেছে। বিচারপতি সিনহা প্রাথমিক নিয়োগ তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই-কে রিপোর্ট পেশ করার আদেশ দেন গত ৭ই ফেব্রুয়ারি। বুধবার ছিল সেই রিপোর্টের বিষয়ে শুনানি।

kolkata highcourt

সিবিআই ও ইডির আইনজীবী ধীরজ সিংহ শুনানির সময় আজ বলেছেন,  ‘তদন্তে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উঠে এসেছে। তবে খোলা আদালতে আমি তাদের নাম উচ্চারণ করছি না।’ বিচারপতি সিনহা এই কথা শুনে বলেন,  ‘ঠিক আছে, উল্লেখ করার প্রয়োজন নেই।’ ধীরজ সিংহ তারপর বলেন, ‘একটি দুর্নীতি আরেকটির সঙ্গে যুক্ত। একটার তদন্ত শুরু করলে আরেকটার তথ্য পাওয়া যাচ্ছে। অনেক নতুন নাম উঠে এসেছে।’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর