ইসরায়েলে নতুন সরকার গঠনের ওপর প্রধানমন্ত্রী মোদী জানালেন অভিনন্দন, নেতানিয়াহু জানালেন ধন্যবাদ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) দেশে নতুন সরকার গঠনের বিষয়ে তার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে অভিনন্দন বার্তা প্রেরণের জন্য তাকে ধন্যবাদ জানান এবং দু’দেশের মধ্যে ‘গুরুত্বপূর্ণ’ সম্পর্ককে দৃঢ় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে বেশ কয়েকমাসের রাজনৈতিক অনিশ্চয়তার পরে তার দেশে জোট সরকার গঠনের জন্য রবিবার প্রধানমন্ত্রী মোদি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন। মোদি হিব্রু ও ইংরেজিতে টুইট করেছেন, “ইসরায়েল পঞ্চমবারের মতো সরকার গঠনের জন্য আমার বন্ধু নেতানিয়াহুকে অভিনন্দন।”

তিনি বলেছিলেন যে, “আমি আপনাকে এবং বেনি গ্যান্টজকে শুভ কামনা করি এবং ভারত-ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে আপনার সরকারের সাথে কাজ করার প্রত্যাশা করছি।”

রবিবার ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করেছে। এর সাথেই দেশের ইতিহাসের দীর্ঘতম রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটে। স্থগিতের সময় তত্ত্বাবধায়ক সরকার পাঁচ শতাধিক দিনের জন্য লাগামে ছিল এবং একের পর এক অনুষ্ঠিত তিনটি নির্বাচনে কেউ সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেসেটে নতুন সরকারের আস্থাভাজন ভোটের সময়, পক্ষে ৭৩ টি ভোট এবং বিরোধী দলের ৪৬ টি ভোট পড়েছিল।

নির্বাচনে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে নেতানিয়াহু প্রতিদ্বন্দ্বী-নীল ও হোয়াইট পার্টির বেনি গ্যান্টজকে নিয়ে একটি সরকার গঠন করেছিলেন। নতুন সরকারের ৩৬ জন মন্ত্রী এবং ১৬ জন উপমন্ত্রী থাকবেন।

গ্যান্টজ প্রতিরক্ষা মন্ত্রী এবং বিকল্পধারার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। জোটের চুক্তির আওতায় ক্ষমতা ভাগাভাগির বিষয়ে চুক্তি অনুসারে নেতানিয়াহু নতুন সরকারে ১৮ মাস পর পদত্যাগ করবেন এবং ২০২১ সালের ১ নভেম্বর গ্যান্টজ প্রধানমন্ত্রী পদ গ্রহণ করবেন। নেসেট নেতানিয়াহুর লিকুদ পার্টির ইয়ারিভ লেভাইনকে নতুন রাষ্ট্রপতি হিসাবেও নির্বাচিত করেছিলেন। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড নতুন সরকার এবং বিশেষত তাঁর পুরাতন মিত্র গ্যান্টজ ও গবি আসকানাজির সমালোচনা করেছেন, যারা তাদের নির্বাচনের প্রাক জোট ভেঙে দিয়েছিলেন এবং নেতানিয়াহুর সাথে হাত মিলিয়েছিলেন।

সম্পর্কিত খবর

X