বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি পাঞ্জাবে উড়ালপুলে প্রায় ২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি। সেখানে কৃষকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রধানমন্ত্রীকে। বাধ্য হয়ে পূর্ব পরিকল্পিত সভা বাতিল করে ফিরে আসতে হয় প্রধানমন্ত্রীকে। আর এই বিষয় নিয়ে তোলপাড় চলছে গোটা দেশ জুড়েই। এরই মধ্যে এই বিষয়কে ইস্যু করে এক বিতর্কিত মন্তব্য করে বসলেন কংগ্রেস নেতা উদিত রাজ (udit raj)।
কংগ্রেস নেতা উদিত রাজ ট্যুইটে লেখেন, ‘গদি ধরে রাখতে নিজেই পুলওয়ামা হামলা করিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। নিরাপত্তার ছদ্মবেশে ভণ্ড ও পুজোর দোকান চালাচ্ছেন প্রধানমন্ত্রী’।
पीएम मोदी की सुरक्षा की नौटंकी की आड़ में पाखंडियों का झाड़ – फूंक और पूजा -पाठ की दुकान चल पड़ी।
— Dr. Udit Raj (@Dr_Uditraj) January 8, 2022
তিনি আরও লেখেন, ‘ফিরোজপুরে যা ঘটেছে, তা পূর্ব কৌশল ছিল। সেখানে তো কেউই প্রধানমন্ত্রী মোদীকে গুলি চালায়নি বা পাথর ছোঁড়েনি। তাহলে কেন তিনি বললেন, যে আমি বেঁচে গেছি! সবটাই পূর্ব পরিকল্পিত ছিল’।
কংগ্রেস নেতার এমন মন্তব্যের পর, উদিত রাজকে পাল্টা আঘাত করলেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। তিনি বলেন, সোনিয়া গান্ধীর নির্দেশেই এমন মন্তব্য করছেন কংগ্রেস নেতারা। আমি তো এটা বলতেই পারি, চীন থেকে টাকা নেন রাহুল গান্ধী। এমনকি পাকিস্তান থেকে সোনিয়া গান্ধীকে নির্দেশ দেওয়া হয়েছিল গণতন্ত্রকে দুর্বল করার জন্য। কিন্তু প্রমাণ ছাড়া কোন অভিযোগ করি না। উদিত রাজ বিজেপিতে থাকাকালীন কংগ্রেসকে আক্রমণ করতেন। আর এখন বিজেপিকে কটাক্ষ করেন’।