অযোধ্যা থেকে ফিরেই প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! লাভবান হবেন লক্ষ লক্ষ মানুষ

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে (Ayodhya Ram Mandir) রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর দেশের মানুষের জন্য বড় সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পাশাপাশি, এই সংক্রান্ত ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী মোদী সূর্যোদয় যোজনা (Suryodaya Yojana) চালু করার ঘোষণা করেছেন।

এই প্রকল্পের আওতায় প্রায় এক কোটি বাড়িতে সোলার রুফ টপ সিস্টেম বসানো হবে। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন যে, এই স্কিমের সুবিধার ফলে সরাসরি দরিদ্র এবং মধ্যবিত্তরা উপকৃত হবেন। কারণ, এটি তাঁদের বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করবে।

কি জানিয়েছেন প্রধানমন্ত্রী: এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। যেখানে তিনি জানান যে, “সূর্যবংশী ভগবান শ্রী রামের আলো থেকে বিশ্বের সমস্ত ভক্ত সর্বদা শক্তি পান। আজ অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠার শুভ আবহে আমার সংকল্প আরও দৃঢ় হল যে ভারতবাসীর বাড়িতে তাঁদের নিজস্ব সোলার রুফ টপ সিস্টেম থাকবে।”

আরও পড়ুন: শোধরাবে না পাকিস্তান! রাম মন্দির উদ্বোধনের জ্বলনে এবার ভারতের মুসলিমদের উস্কে দিচ্ছে কাঙালরা

পাশাপাশি তিনি আরও জানান, “অযোধ্যা থেকে ফিরে আসার পর আমি প্রথম যে সিদ্ধান্ত নিয়েছি তা হল আমাদের সরকার ১ কোটি বাড়িতে রুফ টপ সোলার বসানোর লক্ষ্য নিয়ে “প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা” চালু করবে। এটি শুধু দরিদ্র ও মধ্যবিত্তের বিদ্যুৎ বিলই কমাবে না, পাশাপাশি ভারতকে শক্তির ক্ষেত্রে স্বনির্ভর করে তুলবে।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই প্রকল্পের অধীনে সাধারণ মানুষের বাড়িতে সোলার প্যানেল সিস্টেম স্থাপন করা হবে। যার সাহায্যে বিদ্যুৎ বিল কমানো যাবে।”

আরও পড়ুন: আজ রামলালার প্রাণপ্রতিষ্ঠা না হলে আগামী ২২ বছরে মিলত না এই বিশেষ মুহূর্ত! কিভাবে নির্ধারিত হল সময়?

মহাসমারোহে সম্পন্ন হল রামলালার প্রাণপ্রতিষ্ঠার উৎসব: উল্লেখ্য যে, বহু শতাব্দীর অপেক্ষার পর আজ অযোধ্যায় সম্পন্ন হল রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। যেটিকে ঘিরে শ্রী রাম মন্দির তীর্থ ট্রাস্ট এলাকায় মহাসমারোহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব অংশ নেন। জানিয়ে রাখি যে, আগামী ২৩ জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকেই, রাম মন্দির সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে এবং সকলেই রামলালাকে প্রত্যক্ষ করতে পারবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর