বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ইংল্যান্ডে (England) অনুষ্ঠিত হয়ে চলেছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games)। ভারতের (India) পাশাপাশি ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মত একাধিক দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবছর কমনওয়েলথ গেমসে ভারতীয় প্রতিযোগীদের পারফরমেন্সও বেশ নজর কেড়েছে সকলের। ইতিমধ্যেই মোট ১৩ টি সোনা নিজেদের দখলে করে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে এর মাঝেই গতকাল কুস্তি খেলায় ব্রোঞ্জ (Bronze) পদক অর্জন করেন পূজা গেহলট (Pooja Gehlot) এবং এরপরেই সাংবাদিকদের সামনে অঝোরে কেঁদে ফেলেন ভারতীয় এই কুস্তিগীর। স্বর্ণপদক না জেতায় প্রকাশ্যে অনুশোচনা করতে দেখা যায় তাঁকে আর অবশেষে ঐ কুস্তিগীরের পাশে দাঁড়ালেন স্বয়ং নরেন্দ্র মোদী (Narendra Modi)। একটি টুইট করে তাঁকে সামনের পথে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
গতকাল কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে অল্পের জন্য সোনা হাতছাড়া হয় পূজার। অবশেষে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। পরবর্তীতে অশ্রু চোখে তিনি জানান, “আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সোনার পদক পাওয়ার পর স্টেডিয়ামে জাতীয় সংগীত বাজবে, বহুদিন ধরে এই স্বপ্ন দেখে চললেও শেষ পর্যন্ত সেমিফাইনালে গিয়ে আমি হেরেছি। সেই কারণে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে ভুল থেকে শিক্ষা নেব আমি।”
এরপরেই এদিন আবেগপ্রবণ পূজার পাশে দাঁড়ালেন মোদী। একটি টুইট করে মোদী বলেন, “পূজা, তোমার পদক আমরা উদযাপন করতে চলেছি। এটা ক্ষমা চাওয়ার জন্য নয়। তোমার জীবনযাত্রা আমাদেরকে অনুপ্রাণিত করে। তুমি যে সাফল্য পেয়েছো, তাতে আমরা আনন্দিত। এইভাবে সামনের পথে এগিয়ে চলো।”
উল্লেখ্য কমনওয়েলথ গেমসে আর দুইদিন খেলা বাকি। ইতিমধ্যেই ভারত মোট ৪০ টি পদক জিতে নিয়েছে, যার মধ্যে রয়েছে ১৩ টি সোনা, ১১ টি রুপো এবং ১৬ টি ব্রোঞ্জ। গত দুদিনে কুস্তি থেকে ভারতীয় প্রতিযোগীরা একের পর এক পদক জিতে চলেছে। এক্ষেত্রে ভারতের ঝুলিতে এসেছে ছয়টি সোনা, একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ। গতকাল ভিনেশ ফোগট এবং রবি দাহিয়ারা ভারতকে সোনার পদক এনে দেন। এছাড়াও বর্তমানে ভারতীয় পুরুষ হকি টিম এবং মহিলা ক্রিকেট টিমের পাশাপাশি টেবিল টেনিস এবং বক্সিংয়েও একাধিক পদক জেতার সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত পদকের তালিকায় ভারত আর কয়টি সোনা যোগ করতে পারে, সেদিকে তাকিয়ে দেশবাসী।