বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে উৎসবের মরশুম (Festive Season) শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকদিন পরেই মহাসমারোহে সম্পন্ন হতে চলেছে দীপাবলি (Diwali)। ঠিক সেই আবহেই এবার দেশের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর সামনে এল। জানা গিয়েছে, চলতি বছরের দীপাবলিতে যুবক-যুবতীদের চাকরি উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
এই প্রসঙ্গে মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী এবার সারা দেশে ৭৫ হাজার যুবক-যুবতীকে চাকরি উপহার দিতে চলেছেন। পাশাপাশি, আগামী ২২ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের সাথে সংযুক্ত হবেন প্রধানমন্ত্রী। সেই সময়েই ৭৫ হাজার জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের জুন মাসে মোদী ঘোষণা করেছিলেন, তাঁর সরকার আগামী দেড় বছরে অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে ১০ লক্ষ চাকরির সুযোগ করে দেবে। এমতাবস্থায়, সব দপ্তর ও মন্ত্রণালয়কে পর্যালোচনা করে এই উদ্দেশ্যে কাজ শুরু করা হয়। যার ফলে আপাতত ৭৫ হাজার জনকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে।
মূলত, প্রতিরক্ষা মন্ত্রক, রেল মন্ত্রক, ডাক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক, সিআইএসএফ, সিবিআই, কাস্টম, ব্যাঙ্কিং সহ আরও একাধিক ক্ষেত্রে এর মাধ্যমে নিয়োগ করা হবে। পাশাপাশি, দেশের বিভিন্ন শহরের কেন্দ্রীয় মন্ত্রীরাও এই কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে। ওড়িশা থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, গুজরাট থেকে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া, চণ্ডীগড় থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, মহারাষ্ট্র থেকে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, রাজস্থান থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তামিলনাড়ু থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, উত্তরপ্রদেশ থেকে শিল্পমন্ত্রী মহেন্দ্র পান্ডে, ঝাড়খণ্ডের অর্জুন মুন্ডা এবং বিহার থেকে গিরিরাজ সিং যোগ দেবেন এই কর্মসূচিতে। এর পাশাপাশি নিজ নিজ সংসদীয় আসন থেকে সাংসদরাও এই কর্মসূচিতে অংশ নেবেন।
বিরোধীদের অভিযোগ: এদিকে, ইতিমধ্যেই বারংবার বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে, মোদী সরকার দেশের নবীন প্রজন্মদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি, গত বছর, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সংসদে বলেছিলেন যে, ২০২০ সালের ১ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিভাগগুলিতে প্রায় ৮.৭২ লক্ষ পদ খালি ছিল। এদিকে, কেন্দ্রীয় সরকারি দপ্তরে মোট ৪০ লক্ষ ৪ হাজার পদ রয়েছে। যার মধ্যে ৩১ লক্ষ ৩২ হাজার পদ পূরণ হয়েছে। ২০১৬-১৭ থেকে ২০২০-২১ পর্যন্ত SSC-র মাধ্যমে মোট ২,১৪,৬০১ জন কর্মচারী নিয়োগ করা হয়েছিল। এছাড়াও, RRB-র তরফে ২,০৪,৯৪৫ জনকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, UPSC-র মাধ্যমে ২৫,২৬৭ জন প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।