প্রধানমন্ত্রী মোদী আজ উদ্বোধন করলেন ১,২,৫,১০ ও ২০ টাকার “বিশেষ” কয়েনের! জেনে নিন এর বিশেষত্ব

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে টাকার পাশাপাশি কয়েনের ব্যবহারও বহুল পরিমানে প্রচলিত রয়েছে। সাধারণ মানুষের কাছে যেগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমতাবস্থায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার অর্থাৎ আজ একই সাথে বেশ কয়েকটি বিশেষ কয়েনের উদ্বোধন করবেন। জানা গিয়েছে সেই কয়েনের তালিকায় থাকবে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার কয়েন।

তবে, এই বিশেষ কয়েনগুলিতে একটি অভিনব বিশেষত্ব রয়েছে। জানা গিয়েছে যে, এই কয়েনগুলি এমন ভাবে তৈরি করা হচ্ছে যে, এগুলি দৃষ্টিহীন ব্যক্তিরাও খুব সহজেই শনাক্ত করতে পারবেন। মূলত, PMO (Prime Minister’s Office) সূত্রে এই খবর সামনে এসেছে।

পাশাপাশি, ইতিমধ্যেই PMO একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে, ৬ জুন, ২০২২, অর্থাৎ আজ সকাল সাড়ে দশটায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অর্থ মন্ত্রক এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের মর্যাদাপূর্ণ সপ্তাহ উদযাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, আরও জানানো হয় যে, “প্রধানমন্ত্রী ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার কয়েনের একটি বিশেষ সিরিজও ইস্যু করবেন।”

কি বিশেষত্ব রয়েছে এই কয়েনগুলির:
জানা গিয়েছে যে, কয়েনের এই বিশেষ সিরিজের অধীনে, মুদ্রাগুলিতে AKAM-এর লোগো থাকবে। এই প্রসঙ্গে PMO-র বিবৃতিতে বলা হয়েছে, “এই বিশেষ সিরিজের কয়েনে AKAM-এর লোগোর থিম থাকবে এবং দৃষ্টিহীন ব্যক্তিরাও সহজেই এগুলি চিনতে পারবেন।” প্রসঙ্গত উল্লেখ্য যে, ৬ থেকে ১১ জুন, ২০২২ পর্যন্ত অর্থাৎ এই সপ্তাহটি “আজাদি কা অমৃত মহোৎসব” (AKAM)-এর অংশ হিসাবে পালন করা হচ্ছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর