বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ রবিবার বারাণসী (Varanasi) সফরে গেছেন। সেখানে তিনি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এর স্মারকের উন্মোচন করেন। সেই সময় প্রধানমন্ত্রী মোদী নাগরিকতা সংশোধন আইন (Caa) আর ৩৭০ ধারা নিয়ে কথা বলেন।
PM Narendra Modi in Chandauli: For years, India had been waiting for decisions like repealing Article 370 and introduction of CAA. These decisions were necessary in interest of the country. Despite all the pressure, we stood our ground over these decisions and will remain so. pic.twitter.com/bIFoa4rrvV
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 16, 2020
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এর প্রতিমার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ৩৭০ ধারা আর নাগরিকতা সংশোধন আইনের সিদ্ধান্ত অটল। উনি বলেন, ৭০ বছর ধরে যেই সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছিল, সেট নিয়ে এখন নির্ণয় নেওয়া হয়েছে। নাগরিকতা আইনের বিরুদ্ধে গোটা দেশে চলা প্রতিবাদের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দেন যে, তিনি এই সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না।
উনি বলেন, ৩৭০ ধারা হোক আর নাগরিকতা সংশোধন আইনই হোক, এই সিদ্ধান্ত দেশের জন্য অত্যন্ত জরুরি ছিল। বিরোধীদের চাপের পরেও আমরা এই সিদ্ধান্ত নিয়ে অটল। আর এই সিদ্ধান্তের সাথেই থাকব।
Varanasi: Prime Minister Narendra Modi at the launch event of ‘Kashi Ek Roop Anek’- a cultural, arts and handicrafts exhibition, at Pandit Deendayal Upadhyaya Hastakala Sankul. Uttar Pradesh Chief Minister Yogi Aditynath and Governor Anandiben Patel also present. pic.twitter.com/wboudn42u2
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 16, 2020
প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশের পরিস্থিতি এখন বদলাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সংসদীয় ক্ষেত্র বারাণসীর জন্য ১২৫০ কোটি টাকার ৫০ টি প্রকল্পের শিলন্যাস করেন। এছাড়াও তিনি তিনটি জ্যোতির্লিঙ্গকে যুক্ত করা মহাকাল এক্সপ্রেসকে সবুজ সঙ্কেত দিয়ে রওনা করেন।