বাংলাহান্ট ডেস্কঃ ভারতের মসনদে দ্বিতীয় বার বসার পর থেকে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গিয়েছে। ভারতের মানুষের কাছে ধীরে ধীরে আইকন হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর কাজ এবং কাজের প্রতি একাগ্রতা, সবকিছু মিলিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দ্বিতীয়বার দেশের প্রধানের আসনে বসে, আরও যেন কড়া হয়ে উঠল মোদী সরকার। প্রথম থেকেই তিন তালাক, সিএএ, অর্থনৈতিক মন্দার মত একাধিক বিষয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া পর বছরের প্রথম দিকেই জাঁকিয়ে বসল করোনা মহামারি। এই ভয়ঙ্কর মরামারির হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়লেন প্রধানমন্ত্রী মোদী। জারি করলেন লকডাউন। অর্থনীতি, পরিযায়ী সমস্যা, বেকার নানাবিধ সমস্যার, ঠাণ্ডা মাথায় ধৈর্য্য ধরে নিলেন একের পর এক সমাধানের সিদ্ধান্ত।
সমীক্ষা করে Checkbrand
এতকিছু সমস্যার পরও স্যোশাল মিডিয়ায় জনপ্রিয়তার আসন থেকে কিন্তু তাঁকে বিন্দুমাত্র টলানো যায়নি। চলতি বছর আগস্ট থেকে অক্টোবরের মধ্যে দেশের ৫০০ জন প্রভাবশালী ব্যক্তি এবং শীর্ষস্থানীয় ৯৫ জন রাজনৈতিক নেতাকে নিয়ে এক সমীক্ষা করে চেকব্র্যান্ড নামের একটি অনলাইন সেন্টিমেন্ট অ্যানালেসিস সংস্থা। গুগল, ট্যুইটার, ইউটিউবে প্রায় ১০ কোটির বেশি অনলাইন ভোটের সাহায্যে এই সমীক্ষা করা হয়।
ট্রেন্ডিং-এর শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী
এই সমীক্ষায় প্রধানমন্ত্রী মোদীর ব্র্যান্ড স্কোর হয়েছে ৭০। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩৬.৪৩, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ৩১.৮৯, যোগী আদিত্যনাথ ২৭.০৩ স্কোর করেছেন। প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় সাইটগুলি ট্রেন্ডিংয়ে ছিলেন ২,১৭১ বার। তাঁর পরের স্থানে ২,১৩৭ বার ট্রেন্ডিংয়ে রয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগমনমোহন রেড্ডি। পাশাপাশি অন্যান্য নেতা নেত্রীদের মতো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সভানেত্রী সোনিয়া গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও (Mamata Banerjee) রয়েছেন।
ব্র্যান্ড ভ্যালুর দিক থেকেও রয়েছেন এগিয়ে
এই সমীক্ষা থেকে আরও জানা গিয়েছে, ব্র্যান্ড ভ্যালুর দিক থেকেও এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদীর ব্র্যান্ড ভ্যালু রয়েছে প্রায় ৩৩৬ কোটি টাকা, অমিত শাহের ব্র্যান্ড ভ্যালু প্রায় ৩৩৫ কোটি টাকা এবং অন্যদিকে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্র্যান্ড ভ্যালু প্রায় ৩২৮ কোটি টাকা।