নির্বাচন আসবে, যাবে … দেশের জন্য এই অধিবেশনকে ফলপ্রসূ করুন! বাজেটের আগে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকেই সংসদের বাজেট অধিবেশন শুরু হল। বাজেট অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সময় তিনি বাজেট অধিবেশন ফলপ্রসূ করার জন্য সাংসদদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন যে, আমরা সবাই এই অধিবেশনটিকে যত বেশি ফলপ্রসূ করব, ততটাই দেশকে অর্থনৈতিক উচ্চতায় নিয়ে যাওয়ার আরও ভাল সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রী মোদী বলেন যে, এটা সত্য যে নির্বাচনগুলি অধিবেশন এবং আলোচনাকে প্রভাবিত করে, তবে আমি সমস্ত সাংসদদের অনুরোধ করছি য, নির্বাচন চলবে, আসবে এবং যাবে, তবে বাজেট অধিবেশন বছরের নীলনকশা আঁকে। তাই এটি ফলপ্রসূ করুন।

প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আমি এই অধিবেশনে সকল সাংসদদের স্বাগত জানাই। আজকের বৈশ্বিক পরিস্থিতিতে ভারতের জন্য অনেক সুযোগ রয়েছে। এই অধিবেশনটি দেশের অর্থনৈতিক অগ্রগতি, টিকাদান কর্মসূচি, মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন সম্পর্কে বিশ্বে আস্থা তৈরি করবে।

প্রধানমন্ত্রী বলেন, সব সাংসদ ও রাজনৈতিক দলের উচিত উন্মুক্ত মন নিয়ে মানসম্পন্ন আলোচনা করা। দেশকে দ্রুত প্রবৃদ্ধির পথে নিয়ে যেতে সাহায্য করুন। এই অধিবেশন আলোচনা, সমস্যা এবং খোলা মনে বিতর্ক বিশ্বব্যাপী প্রভাবের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারে।

Koushik Dutta

সম্পর্কিত খবর