বাংলা হান্ট ডেস্কঃ দেশে লকডাউন খতম হওয়ার দুই দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বৈঠক করছেন। এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর ক্যাবিনেট সচিব রাজীব গোম্বা উপস্থিত আছে। এই বৈঠকে সবথেকে বড় ইস্যু হল বিমান শিল্পকে আবারও শুরু করা। বৈঠকে এই বিষয়ে চর্চা হচ্ছে যে, ৩রা মে এর পর দেশ কিভাবে এগিয়ে যাবে আর দ্বিতীয়বার কাজ শুরু করবে।
দেশে করোনার ভাইরাসের কারণে ৭২ জনের মৃত্যুর সাথে সাথে শুক্রবার এই ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ১৪৭ হয়ে গেলো। আর সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৪৩ জন হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রালয়ের তাজা পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনার কারণে এখনো পর্যন্ত ২৫ হাজার ৭ জন সংক্রমিত আছেন। আর ৮ হাজার ৮৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট ৩৫ হাজার ০৪৩ জনের মধ্যে ১১১ জন বিদেশী নাগরিক আছে।
বৃহস্পতিবার বিকেল থেকে এখনো পর্যন্ত মহারাষ্ট্রে ২৭, গুজরাটে ১৭, পশ্চিমবঙ্গে ১১, মধ্যপ্রদেশ আর রাজস্থানে সাতজন করে এবং দিল্লীতে তিনজনের মৃত্যু হয়েছে।
এই সংক্রমণের এখনো পর্যন্ত হওয়া ১ হাজার ১৪৭ জনের মধ্যে সর্বাধিক মহারাষ্ট্রে ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। এরপর গুজরাটে ২১৪, মধ্যপ্রদেশে ১৩৭, দিল্লীতে ৫৯, রাজস্থানে ৫৮, উত্তর প্রদেশে ৩৯, পশ্চিমবঙ্গে ৩৩* আর অন্ধ্রপ্রদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে।
আরেকদিকে, পশ্চিমবঙ্গের কথা ধরলে এখনো পর্যন্ত ৩৩ জনের করোনায় মৃত্যু হলেও মোট ১০৫ জন করোনা আক্রান্ত ব্যাক্তির মৃত্যু হয়েছে রাজ্যে। তবে এদের মধ্যে ৭২ জন করোনা ছাড়া অন্যান্য রোগের কারণে মারা গেছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।