কংগ্রেসের নজরে মুসলিমরা শুধুই মুসলিম! আমাদের নজরে মুসলিমরা ভারতীয়ঃ প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট ডেস্কঃ সংসদে (Lok Sabha) বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কথা বলার জন্য যখন দাঁড়ান তখন বিরোধীরা হাঙ্গামা শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আক্রমণ করেন। রাহুল গান্ধী ডান্ডা মারার বয়ানে উনি বলেন, আমি নিজেকে এর জন্য মজবুত করব। উনি বলেন, কাজ শক্ত হলে প্রস্তুতির জন্য সময় তো লাগবেই।

উনি রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, ডান্ডা খাওয়ার জন্য আমি সূর্য নমস্কারের সংখ্যা বাড়িয়ে দেব। ২০ বছর ধরে গালি শুনছি আমি। নিজেকে গালি প্রুফ বানিয়ে দেব। ছয় মাস যোগ করার সময় পেলে নিজেকে আমি অনেক মজবুত করে নিতে পারব। এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী হেসে হেসে বলেন, আমি ৩০ থেকে ৪০ মিনিট ধরে বলছি, কিন্তু কারেন্ট এখনি পৌঁছেছে … টিউবলাইটের সাথে এমনই হয়।

উল্লেখ্য, রাহুল গান্ধী বুধবার একটি নির্বাচনী জনসভায় বলেছিলেন যে, দেশের যুবরা ছয় মাস পর নরেন্দ্র মোদীকে ডাণ্ডা মারব। আর সেই নিয়েই প্রধানমন্ত্রী মোদী বলেন, আমি ঠিক করে নিয়েছি যে সূর্য নমস্কারের সংখ্যা বাড়িয়ে দেব, এরফলে আমার পিঠ শক্ত হয়ে যাবে। পিঠ শক্ত হলে ডাণ্ডা মারতে সুবিধা হবে।

CAA নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, যেমন ভাবে বয়ান দেওয়া হচ্ছে সেটা ঠিক না। বিরোধীরা শাহিনবাগের কথা বলে, কিন্তু পশ্চিমবঙ্গের নির্যাতিতদের নিয়ে কেউ কিছু বলেনা। যদি সবকিছু সামনে চলে আসে তাহলে সবার সমস্যা হবে। কিছু মানুষ বলছে, সিএএ এত তাড়াতাড়ি লাগু করার কি দরকার। দেশকে টুকড়ো টুকড়ো করার কথা হচ্ছে। কাল্পনিক ভয় সৃষ্টি করা হচ্ছে।

উনি বলেন, দেশকে টুকড়ো টুকড়ো করার কথা যারা বলে, এরা তাঁদের পাশে দাঁড়িয়ে ছবি তোলে। পাকিস্তান ভারতীয় মুসলিমদের উস্কাতে কোন ত্রুটি রাখেনি। কংগ্রেসের উপর আক্রমণ করে উনি বলেন, সিংহাসন থেকে যাঁদের উপড়ে ফেলা হয়েছে … তাঁরাই আজ এই কাজ করছে। কংগ্রেসের নজরে মুসলিমরা শুধুই মুসলিম! কিন্তু আমাদের সরকারের নজরে মুসলিমরা ভারতীয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর