অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, শেয়ার করলেন ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) শ্রদ্ধা জ্ঞাপন। এদিন সকালে অটল স্মৃতি স্থানে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা অর্পন করলেন প্রধানমন্ত্রী মোদী। আজকের দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানালেন অনেকেই।

শ্রদ্ধা জানালেন অনেকেই
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই শ্রদ্ধা জ্ঞাপন সভায় উপস্থিত ছিলেন রাম নাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah) ছাড়াও বহু বিজেপি নেতৃবৃন্দ। সকলেই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন।

প্রধানমন্ত্রীর ট্যুইট
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১.৪৯ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে লিখলেন, ‘ভারতের জাতির অগ্রগতির জন্য তাঁর সেবা এবং প্রচেষ্টা সর্বদা সকলের স্মরণে থাকবে। অটলজির মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি আমার শ্রদ্ধা রইল। দলীয় নেতা, সংসদ সদস্য, মন্ত্রী বা প্রধানমন্ত্রী সবক্ষেত্রেই তাঁর অবদান অসামান্য। তাঁর অবদান কেউ কোনদিন ভুলতে পারবে না’।

স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা অর্পন
প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একটি ট্যুইট করে লেখেন, ‘দেশপ্রেম এবং ভারতীয় সংস্কৃতির প্রধান ছিলেন তিনি। দেশে বিজেপির ভিত্তি প্রসারণে তাঁর ভূমিকা অনস্বীকার্য’।

X