বাংলাহান্ট ডেস্কঃ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। প্রত্যেক বছর রবীন্দ্রজয়ন্তী খুব আড়ম্বরের সহিত পালন করা হয়। কিন্তু এবছর চীন থেকে আগত মারণ ভাইরাস করোনা তা পুরোটাই বানচাল করে দেয়। এই ভাইরাসের জেরে এবার কাঁটা পড়েছে রবীন্দ্রজয়ন্তী পালনে। শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্কৃতি কেন্দ্রগুলিতে অনুষ্ঠান করার উপায় নেই।
Tributes to Gurudev Tagore on his Jayanti. Gifted in several fields, he made a strong contribution towards India’s freedom movement. His clarity of thought and expression were always outstanding. pic.twitter.com/cMeVAarZ5h
— Narendra Modi (@narendramodi) May 8, 2020
তিনি বিশ্বকবি, তাই তাঁর জন্মদিনে প্রকৃত অর্থেই রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাচ্ছেন গোটা বিশ্বের মানুষই। দেশে লকডাউন, তারই বেড়াজালে এবার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি এবং শান্তিনিকেতনে কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। তবে প্রিয় লেখকের জন্মদিনটি সাড়ম্বরেই পালন করছেন দুনিয়ায় নানা প্রান্তে থাকা তাঁর ভক্তকূল। অনলাইন কনসার্টে চলছে তাঁর লেখা গান ও কবিতা পাঠ। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কবিগুরুর জনপ্রিয়তা কেবল এদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের নানা প্রান্তেই রয়েছে তাঁর অনুগামীদের দল। বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) বলেছিলেন, ‘গুরুদেব ঠাকুরের তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। তিনি অনেক ক্ষেত্রে প্রতিভাবান ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে প্রবল অবদান রেখেছিলেন। তাঁর চিন্তাভাবনা এবং প্রকাশের স্বচ্ছতা সর্বদা অসাধারণ ছিল।