নতুন বছরকে স্বাগত জানিয়ে আবৃত্তি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভাইরাল স্যোশাল মিডিয়ায়

বাংলাহান্ট ডেস্কঃ ইংরেজি নববর্ষের প্রথম দিনই ট্যুইটারে শেয়ার হল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (narendra modi) আবৃত্তি করা একটি কবিতা। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ১ মিনিট ৩৭ সেকেন্ডের এই ভিডিওতে ২০২০ সালের নানা বিষয়কে তুলে ধরা হয়েছে। ‘মাইগভইন্ডিয়া’ ট্যুইটারে শেয়ার হওয়া ‘আবতো সুরজ উগা হ্যায়’, এই কবিতার মাধ্যমে প্রধানমন্ত্রীর গুরুদ্বার সফর থেকে শুরু করে করোনা-মহামারির বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের সাফল্যের লড়াইয়ের বিষয়ে উল্লেখ হয়েছে।

২০২০ শেষ হয়ে শুরু হল ২০২১। আরও একটি নতুন বছরের (new year) শুভ সূচনা হল। পুরোন বছরের সকল দুঃখ, কষ্ট, গ্লানি, খারাপ অনুভূতিকে ফেলে রেখে নতুন এবং শুভ অনুভূতিকে নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে। এইসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা সকল দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন। সেইসঙ্গে করোনা আতঙ্কের মধ্যেও সমস্ত বিধি মেনেই খুশির জোয়ারে ভেসে গিয়েছিল দেশবাসী।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্যুইটে লিখেছেন, ‘Wishing you a happy 2021! May this year bring good health, joy and prosperity. May the spirit of hope and wellness prevail‘ – ২০২১ নতুন বছরের শুভেচ্ছা রইল সকলের জন্য। এই নতুন সকলের জীবনেই সুস্বাস্থ্য, আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক। আশা করব সকলেই যেন সুস্থতার সঙ্গে থাকতে পারেন’।


Smita Hari

সম্পর্কিত খবর