বাংলা হান্ট ডেস্ক : রাম নবমীর (Ram Navami) পূণ্য তিথিতে রামলালার তিলক করলেন খোদ সূর্যদেব। এক বিশেষ কায়দায় সরাসরি সূর্যের আলো গিয়ে পড়ল রামলালার কপালে। দক্ষিণপ্রান্তের গিয়ারবক্সে প্রতিফলিত হওয়া সূর্যালোককে লেন্স ও আয়নার সাহায্যে প্রতিফলিত করে রামলালার (Ramlala) কপালে এনে ফেললেন বিশেষজ্ঞরা। মুহুর্তের মধ্যে আলোয় আলোয় ভরে উঠল গোটা মন্দির।
রাম নবমীর পূণ্য তিথিতে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী রইল মন্দিরে উপস্থিত মানুষজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) দেখলেন এই মাহেন্দ্রক্ষণ। তবে তা সামনাসামনি নয়, বরং তিনি দেখলেন বিমানে বসে নিজের আইপ্যাডে। চোখ বন্ধ করে প্রণামও জানালেন ভগবান শ্রী রামের চরণে।
উল্লেখ্য যে, অযোধ্যায় রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা এবং রামলালাকে ঘরে ফেরানোর মূল উদ্যোগী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার নেতৃত্বেই ঘরে ফিরেছেন রাম লালা। নিয়ম মেনে সামিল হয়েছিলেন প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে। টানা এগারো দিন উপবাসও রেখেছিলেন তিনি। সাড়ম্বরে উদযাপিত হয়েছিল রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। গোটা দেশের মানুষ একযোগে রামের চরণে নৈবেদ্য দিয়েছিলেন সেদিন।
আরও পড়ুন : সাড়ম্বরে ‘ইফতার’ অথচ ‘রাম নবমী’তে অনীহা? যাদবপুরে বাম দাপট! বন্ধ হল রাম পুজো
রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর রাম মন্দির এটাই এটাই প্রথম রাম নবমী উদযাপন। তাই স্বাভাবিকভাবেই অন্যান্য বছরের তুলনায় এই বছরের রাম নবমী একটু ভিন্ন। যদিও আজকের অনুষ্ঠানটি সামনে থেকে দেখতে পারেননি প্রধানমন্ত্রী। তিনি এখন রয়েছেন অসমে। হাতে ঠাসা কাজ রয়েছে তার। সেখানে নলবাড়িতে আজ সমাবেশ ছিল তার। তবে এতকিছুর মধ্যেও রামলালার কথা তিনি ভোলেননি।
আরও পড়ুন : বিশ্বকাপে রোহিতের সাথে ওপেনিং করবেন বিরাট? টিম ইন্ডিয়ায় জায়গা পাচ্ছেন IPL কাঁপানো এই প্লেয়ার
সভা সেরে নিজের চাটার্ড ফ্লাইটে উঠেই খুলে ফেলেন নিজের আইপ্যাড। খুলে ফেলেন পায়ের জুতো। এরপর আইপ্যাডেই রামলালার সূর্যাভিষেক দেখেন তিনি। রামলালার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কোটি কোটি ভারতীয়ের মতো আমার কাছেও খুবই আবেগের মুহূর্ত ছিল। অযোধ্যায় রামনবমী ঐতিহাসিক। এই সূর্য তিলক আমাদের জীবনে শক্তি বয়ে আনুক এবং দেশ ও দেশবাসীর গৌরব ও মর্যাদাকে অন্য উচ্চতায় নিয়ে যাক।’