কাছের মানুষকে হারালেন নরেন্দ্র মোদী, ট্যুইট করে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্কুল শিক্ষক (School Teacher) রাসবিহারী মানিয়ার (Rasbihari Maniyar)। ট্যুইটারের মাধ্যমে একথা সকলকে জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী (Prime Minister)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি গুজরাটের ভাদনগরের বিএন বিদ্যালয় থেকে অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছোটবেলায় এই স্কুলে পড়াশোনা করেছেন। শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্ৰকাশ করেছেন মোদী, নিজের ট্যুইটারে (Twitter )তিনি লিখেছেন “আমাদের স্কুল শিক্ষক রাসবিহারী মানিয়ারের মৃত্যুর খবরে আমি গভীরভাবে দুঃখিত। আমার জীবনে তার অমূল্য অবদান । জীবনের এই পর্যায় পর্যন্ত আমি তার সাথে সংযুক্ত ছিলাম। একজন ছাত্র হিসেবে সারাজীবন তার নির্দেশনা পেয়ে আমি সন্তুষ্ট।”

শিক্ষককে স্মরণ করে ট্যুইটারে আবেগঘন ভিডিওও (Video) পোস্ট করেছেন প্রধানমন্ত্রী । ১৮ সেকেন্ডের সেই ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মঞ্চে তার শিক্ষককে সম্মান জানাতে দেখা যাচ্ছে । প্রধানমন্ত্রী রাসবিহারী মানিয়ারকে মালা পরিয়ে সম্মান জানান এবং তারপর তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি।

প্রধানমন্ত্রী যে তার স্কুলের শিক্ষকদের এখনও ভোলেননি, তার বহু উদাহরণ দেশবাসী আগেও দেখেছেন। গুজরাট সফরের সময় বিভিন্ন অনুষ্ঠানে তার শিক্ষকদের সঙ্গে দেখা করার সুযোগ হাতছাড়া করেননি। মুখ্যমন্ত্রী থাকাকালীন একবার শিক্ষকদের সম্মাননা জানাতে তিনি আহমেদাবাদের গুজরাট কলেজ মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । এছাড়াও নির্বাচনী জনসভায়ও তার মুখে প্রায়সই শোনা যায় শিক্ষকদের প্ৰতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে। স্বাভাবিকভাবেই এদিন শিক্ষাগুরুর প্রয়ানে গভীরভাবে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর