বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের পুনের লাভাসা সিটিতে তৈরি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। এই মূর্তিটি ১৯০-২০০ মিটার দীর্ঘ হবে বলে খবর। লাভাসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূর্তির বিশাল নির্মাণের সাক্ষী হতে চলেছে ভারত। পুনের লাভাসা এলাকাটি পর্যটকদের প্রথম পছন্দ হিসেবে বিবেচিত হয়। ৩১ ডিসেম্বর ২০২৩ বা তার আগে মোদির মূর্তিটি উন্মোচন হতে পারে। ডারউইন প্ল্যাটফর্ম গ্রুপ অফ কোম্পানিজ (DPGC) এর প্রধান অজয় হরিনাথ সিং এর মতে, মূর্তি উন্মোচনের এই অনুষ্ঠানে ইসরায়েল, জার্মানি, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
সিং বলেন যে, এই মূর্তিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং জাতির অবিচ্ছিন্ন ঐক্যের জন্য করা প্রচেষ্টাকে উৎসর্গ করে করা হবে। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT) লাভাসা স্মার্ট সিটির জন্য রেজোলিউশন প্ল্যান অনুমোদন করার পর, এই মূর্তি তৈরি পরিকল্পনা এখন বাস্তবে পরিণত হওয়ার কাছাকাছি।
ডিপিআইএল-র একজন মুখপাত্র বলেছেন, লাভাসার যেখানে মূর্তিটি স্থাপন করা হবে, সেখানে একটি জাদুঘর, একটি স্মৃতি উদ্যান, বিনোদন কেন্দ্র এবং একটি প্রদর্শনী হল থাকবে যাতে দেশের ঐতিহ্য এবং একটি নতুন ভারতের আকাঙ্ক্ষা প্রদর্শন করা যায়। প্রদর্শনী হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন ও অর্জনের প্রদর্শনী থাকবে। এর পাশাপাশি নতুন ভারত গড়তে তাঁর অবদানকেও প্রদর্শন করা হবে।
পর্যটকদের কাছে লাভাসা বরাবরই আকর্ষণীয়ঃ উল্লেখ্য, মহারাষ্ট্রে বর্ষাকালে পাহাড়ি এলাকা দেখার জন্য মানুষ সারা বছর অপেক্ষা করে। পাহাড় ও মেঘের সমাহার, সুন্দর উপত্যকা এবং জলপ্রপাত এই সবই লাভাসায় পর্যটকদের জন্য উপলব্ধ। বর্ষাকালে লাভাসাকে আরও সুন্দর দেখায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সেই এলাকাকে স্বর্গের মতো করে তোলে।