বাংলাহান্ট ডেস্কঃ ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীলা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের (prabhupada ji) ১২৫ বছর জন্ম বার্ষিকীকে এক অভিনব ভঙ্গিতে স্মরণীয় করে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। হিন্দু ধর্মকে সম্মানিত করতে নিলেন এক অভিনব পদক্ষেপ। স্বামী প্রভুপাদের ১২৫ বছর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ১২৫ টাকার বিশেষ স্মারক কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার ইসকনের একটি সভায় এই কয়েনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে শ্রীলা প্রভুপাদের অবদান অবিস্মরণীয়। সঙ্গে স্কটিশ চার্চ কলেজ থেকে ডিগ্রি প্রত্যাখ্যানের বিষয়টাও সকলের সামনে তুলে ধরেন তিনি। সঙ্গে তিনি বলেন, শ্রীলা প্রভুপাদের জন্মের সঙ্গে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পর দিনের যে যোগ রয়েছে, তা অভূতপূর্ব। তবে শুধুমাত্র কয়েনই নয়, ওই কয়েনে থাকছে স্বামী প্রভুপাদের ছবিও।
Prime Minister Shri @narendramodi ji released a special coin of ₹125 on the occasion of 125th birth anniversary of A. C. Bhaktivedanta Swami Prabhupada
#125prabhupada pic.twitter.com/glq3KdygwR
— Iskcon,Inc. (@IskconInc) September 1, 2021
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, আমেরিকায় গিয়ে শ্রীকৃষ্ণের কথা মানুষকে জানিয়েছিলেন স্বামী প্রভুপাদ। বিদেশ বিভূঁইয়ে গিয়ে সেখানকার লক্ষ লক্ষ মানুষকে নিজের অনুগামীও বানিয়েছিলেন। যার কারণেই আজকের দিনে গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে তাঁর অগণিত অনুগামী। তাঁর প্রভাবেই আজ বিশ্বজুড়ে প্রচুর সংখ্যায় সৌন্দর্যপূর্ণ বিশাল কৃষ্ণ মন্দির তৈরি করা হয়েছে’।
স্বামী প্রভুপাদের ১২৫ বছর জন্ম বার্ষিকীকে ১২৫ টাকার কয়েন চালু করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই মানুষটি বিশ্বের ৫০ টিরও বেশি দেশে হিন্দু ধর্ম প্রচারের কৃতিত্ব অর্জন করেছেন। এই কয়েনে তাঁর ছবিও থাকছে। আর এই কাজের মধ্যে দিয়ে তাঁর অনুগামীরাও বুঝতে পারবেন, ধর্মের জন্য কাজ করলে, আপনিও বড় বড় সম্মানে সম্মানিত হতে পারবেন’।