মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে ‘মর্মাহত’টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ ঔরঙ্গাবাদে ১৪ জন শ্রমিকের মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী জানান, তিনি ঘটনায় ‘অত্যন্ত মর্মাহত’।

প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ( Aurangabad, Maharashtra) রেল দুর্ঘটনায় প্রাণহানির ফলে আমি অত্যন্ত শোকাহত।” পাশাপাশি তিনি টুইটে জানান, তিনি রেলমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন। প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনা কীভাবে ঘটল, চালকের ভূমিকা কী, তা নিয়ে রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, “এতগুলো প্রাণ একসঙ্গে শেষ হয়ে গেল। আমরা মর্মাহত। রেলমন্ত্রী গোটা বিষয়টির ওপর নজর রেখেছেন। প্রয়োজনীয় সমস্ত রকম বিষয়ে সাহায্য করা হবে।

১৪ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত শুরু করে ঔরঙ্গাবাদ পুলিস। সাউথ সেন্ট্রাল রেলওয়ের সাউথ সেন্ট্রাল রেলওয়ে, (South Central Railway) কর্মকর্তা জানিয়েছেন, আওরঙ্গাবাদের করমাদের কাছে এই দুর্ঘটনা ঘটে। মালবাহী একটি ওয়াগনের খালি রেক পরিযায়ী শ্রমিকদের ওপর দিয়ে চলে যাওয়াতে এই দুর্ঘটনা ঘটে।

X