বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মঙ্গলবার সকাল ১০ টায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। শোনা যাচ্ছে যে, উনি নিজের সম্বধনে দেশে জারি লকডাউনের (Lockdown) সময়সীমা বাড়াতে চলেছেন। বর্তমানে দেশে জারি ২১ দিনের লকডাউন কাল মঙ্গলবার ১৪ই এপ্রিল শেষ হতে চলেছে। যদিও, করোনার মামলা বৃদ্ধি পাওয়ার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়াতে চলেছেন।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং করেন। উনি ওই মিটিংয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে এই সংক্রমণকে নিবারণের জন্য উপায় আর আবশ্যক পদক্ষেপ নেওয়ার পরামর্শ চান। ওই মিটিংয়ে সমস্ত রাজ্য গুলোই লকডাউন আরও দুই সপ্তাহ বাড়িয়ে দেওয়া দাবি জানায়। সমস্ত রাজ্যের ওই দাবিতে কেন্দ্র সরকার সমীক্ষা করছিল।
গোটা ভারতে এই মারক ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ২৮৯ জন। এর মধ্যে ৭ হাজার ৮৬১ টি মামলা সক্রিয়। এছাড়াও গোটা ভারতে মোট মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৩২। এবং এক হাজার ৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ভারত সমেত গোটা বিশ্ব এই মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য কোমর বেঁধে নেমেছে। কিন্তু এখনো পর্যন্ত বিশ্বের কোনই দেশই এই মারক ভাইরাসের ওষুধ আবিস্কার করতে পারেনি।
প্রতিদিনই গোটা বিশ্বে হুহু করে বেড়ে চলেছে এই মারক ভাইরাসে আক্রান্তদের সংখ্যা। ইতালির মৃত্যু সংখ্যাকে ছাপিয়ে গিয়ে আমেরিকার সবথেকে বেশি মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। আরেকদিকে আমেরিকার প্রেসিডেন্টের চাওয়া ভারতের ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের প্রথম খেপ আমেরিকায় গিয়ে পৌঁছেছে।