লকডাউন না অন্য কিছু? রাত ৮ঃ৪৫ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা। রোজই অতীতের সমস্ত রেকর্ড ভাঙছে এই মারণ ভাইরাস। আর এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ। রাত ৮ঃ৪৫ এ তিনি দেশবাসীকে সম্বোধন করবেন। ওনার এই ভাষণে গুরুত্বপূর্ণ কোনও ঘোষণাও থাকতে পারে। ঠিক এক বছর আগে ফেব্রুয়ারি মাসে এরকম ভাবেই জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে গোটা দেশে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার তিনি কি ঘোষণা করেন সেতার দিকেই তাকিয়ে আছে গোটা দেশ।

উল্লেখ্য, দেশের বর্ধিত করোনা সংক্রমণের মধ্যে একাধিক মিটিং করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও দেশের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বারবার মানুষকে সচেতনতা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যে লকডাউনও জারি করা হয়েছে।

দেশের একাধিক তাবড় তাবড় নেতা করোনায় সংক্রমিত হয়ছেন। এমনকি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও করোনায় আক্রান্ত হয়েছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর