করোনা আবহে অর্ধেক হচ্ছে গণনা কেন্দ্রের টেবিল সংখ্যা, থাকছে ৩ স্তরীয় নিরাপত্তা বলয়

বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনে (election) চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সেইসঙ্গে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে নির্বাচনের সময় যেভাবে বুথের সংখ্যা বাড়ানো হয়েছিল, ঠিক সেইভাবেই ভোট গণনায় অতিরিক্ত সতর্কতা নিতে চলেছে নির্বাচন কমিশন।

বুথ সংখ্যা যেমন বাড়ানো হয়েছে, তেমনই বাড়ানো হবে গণনা কেন্দ্রে ঘরের সংখ্যাও। নিরাপত্তার দিক থেকে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য পুলিশও। হাফ সেকশন বাহিনী থাকবে গণনা হলের দুটি দরজায়। পোস্টাল ব্যালট এবং ইভিএম একসঙ্গেই গণনা করা হবে।

cbkjbkjd

অন্যান্য বার গণনা কেন্দ্রের একটি ঘরে ১৪- ১৫টি টেবিল থাকলেও, এবারে একটি ঘরে ৭টি টেবিল থাকবে। ঘর বড় থাকলে, বাড়বে টেবিলের সংখ্যাও। লোকসংখ্যাও অনেক কম থাকবে। নিরাপত্তার দিক থেকে, গণনা কেন্দ্রের বাইরের ১০০ মিটারের মধ্যে কোন গাড়ি ঢুকতে পারবে না।

ত্রিস্তর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে গণনা কেন্দ্র। প্রথমত, ১০০ মিটারের মধ্যে কোন গাড়ি ঢুকতে পারবে না। তারপর গণনাকেন্দ্র চত্বরকে ঘিরে থাকবে রাজ্যের সশস্ত্র বাহিনী। শেষে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে এবারের নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পোস্টাল ব্যালট গণনার সময় প্রতি টেবিলে রাজনৈতিক দলের একজন করে নেতারা থাকতে পারবেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর