পুতিনের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী, বরফ গলার আশায় বিশ্ববাসী

বাংলা হান্ট ডেস্কঃ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই দিয়েছেন। তবে পুতিন জানিয়েছে যে, বিশেষ সামরিক অভিযানই চালানো হবে, তাদের ইউক্রেন দখলের কোনো ইচ্ছা নেই। রাশিয়া পক্ষ ইউক্রেনের অনেক শহরে হামলা চালিয়েছে। ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনীর অস্ত্র ফেলে ফিরে যাওয়া উচিত। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়াকে ভয় দেখিয়েছে এবং এসব ঘটছে নব্য-নাৎসিদের নির্দেশে।

রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে পুতিন এই বয়ান দিয়েছেন। রাশিয়া-ইউক্রেন উত্তেজনা নিয়েই রাষ্ট্রপুঞ্জে এই বৈঠক চলছে, সেখানে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অন্যদিকে, ভারতে থাকা ইউক্রেনের রাষ্ট্রদূত ভারত এবং ভারতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন যে, ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিত্র সব জায়গায় সুন্দর এবং পরিস্কার। তাই উনি কথা বলে রাশিয়ার হামলা থামাতে পারেন। পুতিনের সঙ্গে মোদীর ভালো সম্পর্ক রয়েছে। উনি এই বিষয়ে উইক্রেনকে সাহায্য করতে পারেন।

dolon

রাশিয়া-ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়ার পর ইউক্রেনে আটকে থাকা ২০ হাজার ভারতীয়কে নিয়ে ভারতের চিন্তা বেড়েই চলেছে। ভারতের পক্ষ থেকে তাদের নিরাপদ স্থানে থাকা পরামর্শ দেওয়া হয়েছে এবং তাদের উদ্ধার করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর এরই মধ্যে জানা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। বলে রাখি, পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সময় জানিয়েছিলেন যে, তিনি এই বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চান না।


Koushik Dutta

সম্পর্কিত খবর