বাংলাহান্ট ডেস্কঃ আজ পয়লা বৈশাখ (Nababarsha)। প্রতি বছর এই দিনটিকে বাঙালীরা উৎসবের ন্যায় পালন করে। পূজা-অর্চনা, খাওয়া-দাওয়া, অনুষ্ঠান, ঘরতে যাওয়া ইত্যাদি নিয়েই মেতে থাকে। এর মধ্যে সর্বোপরি থাকে দোকানে দোকনে গিয়ে হালখাতা করা এবং মিষ্টি মুখ করা। কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরে এই দিনটি আনন্দ উৎসবের মধ্যে দিয়ে নয়, বেশ নিরান্দনের মধ্যে দিয়েই আটবে। যার কারণ করোনা ভাইরাস (COVID-19)। চীনে উৎপন্ন হয়েও করোনা ভাইরাস এখন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্ববাসী এখন করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত।
করোনা আতঙ্কের মধ্যেও বিশ্ববাসীর জন্য নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)। এই ট্যুইট করে তিনি বলেন, ”শুভ নববর্ষ ! পয়লা বৈশাখের শুভেচ্ছা গ্রহণ করুন। নতুন বছর আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন”। তার এই শুভেচ্ছা বার্তা পেয়ে খুশি আপামর জনগণ।
শুভ নববর্ষ ! পয়লা বৈশাখের শুভেচ্ছা গ্রহণ করুন। নতুন বছর আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
Shubho Nabo Barsho! Greetings on Poila Boishakh. Have a wonderful year ahead, where everyone is healthy and prosperous.
— Narendra Modi (@narendramodi) April 14, 2020
করোনা ভাইরাসের প্রকোপ থেকে নাগরিকদের সুরক্ষিত রাখার জন্য লকডাউন অবস্থা জারী করেন প্রধানমন্ত্রী। আজ অর্থাৎ ১৪ ই এপ্রিল সেই লকডাউনের শেষ দিন। তবে এই লকডাউনের সময়সীমা শেষ হওয়ার আগেই বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই লকডাউনের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছে কেন্দ্র সরকারের কাছে। লকডাউনই একমাত্র পথ, যার দ্বারা এই মহামারি প্রতিরোধ করা যাবে।
নাগরিকদের উদ্যেশ্যে নববর্ষের শুভেচ্ছ বার্তা প্রেরণ করার পর, আজ সকাল অর্থাৎ ১৪ ই এপ্রিল সকাল ১০ টায় জাতীর উদ্যেশ্যে মূলুবান বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এখন গোটা ভারতবাসী তার এই ভাষণের দিকে তাকিয়ে আছে। দেশের প্রধানমন্ত্রী দেশবাসিদের জন্য কি বার্তা রাখবেন, অধীর আগ্রহে তা শোনার অপেক্ষা করছে নাগরিকরা।