বাংলাহান্ট ডেস্ক : কনভয় যাচ্ছিলো গুজরাটের (Gujarat) অহমেদাবাদ থেকে গান্ধী নগর। হঠাৎই রাস্তা মাঝে গতি কমে গেল গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Prime Minister Narendra Modi) কনভয়ের। সেই ভিডিও শেয়ার করেছেন গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি। জানা গিয়েছে, একটি অ্যাম্বুল্যান্সকে রাস্তা ছেড়ে দিতেই নাকি শুক্রবার গতি কমায় প্রধানমন্ত্রীর কনভয়। শুক্রবার সকালে গান্ধীনগরে থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে অহমেদাবাদে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়িতেই ফিরছিলেন তিনি। পথে একটি অ্যাম্বুল্যান্সকে দ্রুত তার গন্তব্যে পৌঁছনোর রাস্তা করে দেয় প্রধানমন্ত্রীর কনভয়।
এই মুহুর্তে দু’দিনের সফরে নিজের রাজ্য গুজরাটে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটে এখন নবরাত্রী উৎসবের মরশুম। সেখানেই অসুস্থ ব্যক্তির অ্যাম্বুল্যান্সের জন্য পথ করে দিয়ে নতুন নজির তৈরি করল প্রধানমন্ত্রীর কনভয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য তাঁর কনভয়ের পাশ দিয়ে যেতে পারে না অন্য কোনও গাড়ি। শুক্রবার মানবিকতার খাতিরে বদলে গেল সেই নিয়ম। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ধীরে ধীরে বাঁদিকে সরে গিয়ে অ্যাম্বুল্যান্সকে পথ করে দিচ্ছে প্রধানমন্ত্রী মোদির কনভয়।
#WATCH | Gujarat: Prime Minister Narendra Modi, en route from Ahmedabad to Gandhinagar, stopped his convoy to give way to an ambulance pic.twitter.com/yY16G0UYjJ
— ANI (@ANI) September 30, 2022
শুক্রবার অহমেদাবাদ থেকে গান্ধীনগরে রাজভবনে ফিরছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে একটি সভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। মানবিকতার এমন নিদর্শন সত্যিই বিরল বলে দাবি করছেন অনেকেই। প্রধানমন্ত্রীর ভিডিয়ো পোস্ট করে গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি লিখেছেন, ‘জনগণের সরকার। অহমেদাবাদ থেকে গান্ধীনগর যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সকে পথ দিতে থামল প্রধানমন্ত্রীর কনভয়।’
আর কিছু দিন বাদেই গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে নবরাত্রী উৎসবের মধ্যে নিজের রাজ্যে গেলেন মোদি। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, গুজরাটে প্রায় ২৯ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করছেন তিনি। শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই ট্রেনে সাড়ে ছয় ঘণ্টার কম সময়ে গান্ধীনগর থেকে মুম্বই পৌঁছনো যাবে। সপ্তাহে ছয় দিন চলবে এই ট্রেন। শুক্রবার গান্ধীনগরে উদ্বোধনের পর এই ট্রেনে সফর করেন প্রধানমন্ত্রী নিজেও। রেলকর্মীদের পরিবারের সদস্যরা ছাড়াও এই যাত্রায় তাঁর সঙ্গে ছিলেন মহিলা উদ্যোগপতিরা। অহমেদাবাদের ট্রেন সফর শেষ করে ফেরার সময়ই তাঁর কনভয়ের পিছনে পড়ে যায় একটি অ্যাম্বুল্যান্স। যা দেখে, নজরিবিহীন ভাবে অ্যাম্বুল্যান্সকে পথ করে দেয় প্রধানমন্ত্রীর কনভয়।