বাংলা হান্ট ডেস্ক : শুক্রবার রাজ্যপালের কাছ থেকে সিলমোহর পাওয়ার পর রাজ্যসভায় পেশ হয়েছে গনপিটুনি বিরোধী আইন। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে কারণ, অকারণে গণপিটুনির ঘটনা ঘটছে তাতে চিন্তার ভাঁজ পড়েছিল প্রশাসনিক মহলে।
এই গণপিটুনি আইন রোধ পাশ হওয়ার পর মুখ্যমন্ত্ররী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ‘ধর্মের নামে মানুষ হত্যা করা হলে তা সভ্যতার অবক্ষয়; কেউ ছেলেধরা হলে তাকে পুলিশের হাতে দিন,পুলিশ-প্রশাসন তার কাজ করবে’, ।পাশাপাশি তিনি দাবি করেছেন এই আইন ভারতীয় পেনাল কোডের থেকেও বেশি কড়া হতে পারে। শুধু তাই নয় গনপিটুনিতে অভিযুক্ত হলে অভিযুক্তের পাঁচলক্ষ টাকা অবধি জরিমানা হতে পারে।