কোথায় পুরুষরা! বাংলার এই রেল স্টেশনের A to Z কাজ করছেন শুধু মহিলারাই! নাম বলতে পারবেন ?

বাংলাহান্ট ডেস্ক : ভারতের যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম নিঃসন্দেহে রেল। প্রতিদিন কোটি কোটি যাত্রী নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য বেছে নেন ভারতীয় রেলকে । সুদীর্ঘ ইতিহাস সমৃদ্ধ ভারতীয় রেলের এমন বহু দিক রয়েছে যা আমাদের অনেকের কাছেই অজানা। একাধিক প্রতিবেদনে আমরা ভারতীয় রেলের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করি।

বাংলায় মহিলা কেন্দ্রিক রেলস্টেশন (Railway Station)

আজ তেমনই একটি বিষয় নিয়ে জানাতে এলাম আপনাদের। আজকে আমরা যে স্টেশন (Railway Station) সম্পর্কে আলোচনা করছি সেখানে নেই কোনও পুরুষ কর্মচারী। শুধুমাত্র মহিলা কর্মচারীদের উপর ভরসা করেই চলছে বাংলার এই রেলস্টেশন। অন্যান্য স্টেশনে মহিলা কর্মচারীর তুলনায় অনেকটাই বেশি থাকে পুরুষ কর্মচারীর সংখ্যা। 

Railway Station

তবে কলকাতার প্রিন্সেপ ঘাট স্টেশনে (Prinsep Ghat Station) সম্পূর্ণ উল্টো চিত্র। প্রিন্সেপ ঘাট স্টেশন পরিচালিত হয় সম্পূর্ণভাবে মহিলা কর্মচারীদের দ্বারা। জানা গেছে, শিয়ালদহ বিভাগের প্রথম সর্ব-মহিলা চালিত স্টেশন এটি। স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, পোর্টার এবং স্যানিটেশন স্টাফ সহ অন্যান্য কর্মচারী সবাই মহিলা। 

আরোও পড়ুন : অশনি সঙ্কেত! তৈরী হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে এবারে ভেস্তে যাবে গোটা পুজো? আবহাওয়ার বড় খবর

দেশে নারীর ক্ষমতা বিকাশের ক্ষেত্রে এই স্টেশন নিঃসন্দেহে একটি নতুন নজির সৃষ্টি করেছে। আস্ত রেলস্টেশন সামলানো মোটেও মুখের কথা নয়। একটি স্টেশনের (Railway Station) সাথে যুক্ত থাকে অসংখ্য যাত্রীর নিরাপত্তার বিষয়টি। স্টেশনের পরিষেবা প্রদান থেকে শুরু করে ট্রেন পরিচালনা হস্তান্তরের কাজ, প্রিন্সেপ ঘাট স্টেশনে এসব কিছুই করছেন মহিলা কর্মচারীরা।

Railway Station

পূর্ব রেলের (Eastern Railway) জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রর কথায়, ২০২০ সালের ৬ মার্চ থেকে এটি শিয়ালদা ডিভিশনের (Sealdah Division) প্রথম সম্পূর্ণ মহিলা চালিত স্টেশন। এখানে পুরুষ কর্মী নেই। ভারতীয় রেলের (Indian Railways) এই স্টেশনের (Railway Station) সমস্ত কাজ মহিলা কর্মচারীরাই করে থাকেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর