‘পরবর্তী বীরেন্দ্র সহবাগ হয়ে ওঠার মশলা রয়েছে পৃথ্বী শাহর মধ্যে’

প্রাক্তন জাতীয় ওপেনার ওয়াসিম জাফর প্রাক্তন বিধ্বংসী ভারতীয় ওপেনার বীরেন্দ্র সাহবাগের সাথে মিল খুঁজে পাচ্ছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক পৃথ্বী শাহর। পৃথ্বী শাহ যেভাবে দক্ষতার সাথে ক্রিকেটীয় শর্ট খেলেন সেটা দেখে প্রাক্তন ভারত ওপেনার বীরেন্দ্র সাহবাগের ব্যাটিং করার স্টাইল মনে পড়ে যায় ওয়াসিম জাফরের।

2018 সালের নভেম্বর মাসে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে অভিষেক ঘটেছিল পৃথ্বী শাহর। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল 134 রান। তখনই আলোচনার শীর্ষে উঠেছে এসেছিলেন তিনি। অনেকেই মনে করেছিলেন ভারতীয় দলে দীর্ঘদিন খেলার মতো সমস্ত মশলা মজুত রয়েছে পৃথ্বী শাহর মধ্যে।

13173614069a6c851af53e698f50db0654e1a8c97d551334dddee3ec9222de3c343707731

কিন্তু চোট, আঘাত এবং ডোপিং জনিত সমস্যায় জড়িয়ে পড়েন পৃথ্বী শাহ। তার জেরে ক্রমশ পিছিয়ে যেতে থাকেন তিনি।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে এসেছিলেন ওয়াসিম জাফর বলেন যে, পৃথ্বী শাহ একজন অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার। ও যেভাবে প্রতিটা শর্ট খেলেন তাতে বোঝা যায় ওর মধ্যে কি পরিমান দক্ষতা রয়েছে। পৃথ্বী যদি এইভাবে নিজের পারফরম্যান্স ধরে রাখতে পারেন তাহলে বীরেন্দ্র সেওয়াগের মত ক্ষমতাধর ওপেনার হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে ওর। সাহবাগ যেমন বিপক্ষ দলের আক্রমণ একা হাতে ধ্বংস করে দিতেন, পৃথ্বীর মধ্যেও সেই মশলা মজুত রয়েছে বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর।

Udayan Biswas

সম্পর্কিত খবর