নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই বাদ পড়তে পারেন কোহলি, এই খেলোয়াড় পাবেন সুযোগ

বাংলা হান্ট ডেস্কঃ নামিবিয়ার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপের সফর শেষ করলেও এবারের বিশ্বকাপে পরবর্তী পর্যায়ে যেতে পারেনি ভারত। কার্যত মরুদেশ এবারের মহাযুদ্ধ ভারতের জন্য ছিল দুঃস্বপ্নের। প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের ফলে বিরাটদের সেমিফাইনালের যাওয়ার স্বপ্ন দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খায়। তার পরেও অবশ্য কিছুটা আশা ছিল, কিন্তু রবিবার আফগানিস্তান নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হবার পরেই বিদায় ঘন্টা বেজে গিয়েছিল টিম ইন্ডিয়ার।

এবারের t20 বিশ্বকাপ বিরাটদের ভালো যায়নি ঠিকই, তবে ক্রিকেটের লড়াই এখনই শেষ হচ্ছে না। কারণ বিশ্বকাপের পরেই ভারতে আসতে চলেছে নিউজিল্যান্ড। কেন উয়িলিয়ামসনের দলের সঙ্গে এবার ফের একবার লড়াইয়ে নামবেন কোহলিরা। তবে জানা গিয়েছে এই সিরিজে ভারতের একাধিক সিনিয়র খেলোয়াড় বিশ্রাম নিতে পারেন। শোনা গিয়েছে প্রথম টেস্টে মাঠে নামবেন না বিরাট কোহলিও। একটি ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী প্রথম টেস্টে বিশ্রাম নেবেন অধিনায়ক বিরাট, তার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা।

বিরাটের জায়গায় কে হতে চলেছেন ভারতের নতুন চার নম্বর ব্যাটসম্যান। অনেকেই মনে করছেন এক্ষেত্রে সুযোগ দেওয়া হতে পারে পৃথ্বী শকে। এইমুহূর্তে ভারতের ওপেনিং জুটি মোটামুটি ঠিক হয়ে গিয়েছে, শুভমান গিল এবং রোহিত শর্মাকেই দেখা যাবে ওপেনিংয়ে। পৃথ্বীর ক্ষেত্রে সমস্যা হলেও তিনি নিজেও একজন ওপেনিং ব্যাটসম্যান। তাই চার নম্বরে তিনি কতটা মানিয়ে নিতে পারেন সেদিকেই এখন নজর থাকবে সকলের।

prithvi shaw pti 0

উল্লেখ্য, বিস্ফোরক শতরান দিয়ে নিজের টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন পৃথ্বী শ। কিন্তু তারপরও লাগাতার খারাপ ফর্মের জেরে সেভাবে দলে আর সুযোগ পাননি তিনি। তাই তার কাছেও সুযোগ রয়েছে, এই ম্যাচে নিজেকে প্রমাণ করার। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলিও। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়কত্ব কে করেন সেদিকেও নজর থাকবে সকলের। অনেকেই মনে করছেন এক্ষেত্রে সুযোগ রয়েছে কে এল রাহুলের। কারণ রোহিত শর্মা এই সিরিজে বিশ্রাম নিতে পারেন।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর