“আশা করি আপনি সব দেখছেন”, ভারতীয় দলে জায়গা না পেয়ে করুন পোস্ট পৃথ্বী শ-এর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তরুণ ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ফর্মে ছিলেন। কিন্তু তবু তিনি আসন্ন নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরের ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। এই খবর পাওয়ার পরে হতাশ হয়ে পড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। রবিবার, নির্বাচকদের চেয়ারম্যান, চেতন শর্মা ওডিআই, টি-টোয়েন্টি এবং টেস্ট স্কোয়াডের নাম ঘোষণা করেছিলেন, কিন্তু শ চারটি স্কোয়াডের একটিতেও নিজের নাম খুঁজে পাননি।

এক বছরেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় দলের বাইরে। ভারতের হয়ে দীর্ঘদিন খেলতে না পারার পর, পৃথ্বী নিজের হতাশা চেপে রাখতে পারেননি। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট সরাসরি তার হতাশা ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন “আশা করি আপনি সবকিছু দেখছেন সাই বাবা।”

shaw

পৃথ্বী আরও বেশি হতাশ হয়েছেন কারণ কিছুদিন আগেই চেতন শর্মা বলেছিলেন যে শ’ নির্বাচকদের রাডারের মধ্যেই রয়েছেন। কিন্তু তাকে দলে আসার জন্য সুযোগের অপেক্ষা করতে হবে বলে জানিয়েছিলেন চেতন। তিনি বলেছিলেন “নির্বাচকরা পৃথ্বী শ’-এর সাথে ক্রমাগত যোগাযোগ রাখছেন। তিনি অবশ্যই সুযোগ পাবেন।” কিন্তু বাস্তবে তেমনটা হলো না।

২০২১ সালের জুলাই মাসে ভারত যখন দ্বিপাক্ষিক ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কা গিয়েছিল তখন পৃথ্বী শেষবার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছিলেন। তারপর সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ট্রফির শেষ সংস্করণে অসাধারণ ফর্মে থেকেও ফল পেলেন না শ।

কিছুদিন আগেই তিনি রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আসামের বিরুদ্ধে নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন। তরুণ এই ক্রিকেটার ৬১ বলে ১৩টি চার ও ৯টি ছক্কা সহ তিনি মোট ১৩৪ রান করেন। গত আইপিএলেল খারাপ ফর্মে ছিলেন না। তা সত্ত্বেও একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার বিশ্রাম পেলেও তিনি সুযোগ পেলেন না।

Reetabrata Deb

সম্পর্কিত খবর