বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে দিল্লির দিকে 155 রানের টার্গেট ছুঁড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে শুরু করে দিল্লি ক্যাপিটালস বলা ভালো দিল্লির ওপেনার পৃথ্বী শ।
ম্যাচের প্রথম ওভারেই কেকেআরের তরুণ বোলার শিভম মাভির ছয় বলে ছ’টা চার মেরে বিরাট রেকর্ড গড়লেন পৃথ্বী শ। মাভির প্রথম ওভারের প্রত্যেকটি বলই তিনি মাঠের বাইরে পাঠালেন। দেখে মনে হচ্ছিল পৃথ্বীর ব্যাটে যেন চুম্বক লাগানো রয়েছে। অতীতে এই রেকর্ড ছিল একমাত্র আজিঙ্কা রাহানের। এবার সেই রেকর্ড স্পর্শ করে ফেললেন পৃথ্বী শ।
https://twitter.com/ajratra/status/1387850668262707200?s=20
অনূর্ধ্ব 19 বিশ্বকাপে শিবম মাভি ছিল পৃথ্বীর সতীর্থ। সেই বিশ্বকাপ ভারতের জেতায় এই দুজন বিশেষ ভূমিকা পালন করেছিল। এবার সেই শিভমের বলেই এক ওভারে ছ-টি চার মারলেন পৃথ্বী। ম্যাচ শেষে দিল্লির হেডকোচ রিকি পন্টিং দরাজ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পৃথ্বী শ-কে। এই ম্যাচে 41 বলে 82 রানের ইনিংস খেলে প্যাট কামিন্সের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় পৃথ্বীকে। অল্পের জন্য ফের একবার শতরান মিস করলেন পৃথ্বী। পৃথ্বীর এই ইনিংসটি সাজানো ছিল 11 টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।