বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ার এক রকম অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ট্রোলিং। বিশেষত বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীরাই বারবার শিকার হন ট্রোলের। কখনো তাদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে, কখনো আবার পোশাক আশাক নিয়ে সমালোচনার শিকার হন তারা। কিন্তু ছোটপর্দার তারকা দম্পতি রাহুল মজুমদার (Rahul Mazumdar) এবং প্রীতি বিশ্বাস (Prity Biswas) যে কারণে ট্রোলড হলেন তা বেশ অদ্ভূত।
ইফতার করার জন্য সমালোচনার মুখে পড়েছেন রাহুল প্রীতি। হিন্দু ধর্মাবলম্বী হয়েও রমজান মাসে ইফতার করার জন্য তীব্র কটাক্ষের সম্মুখীন হয়েছেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর জন্যই যাবতীয় সমস্যার সূত্রপাত। পালটা অবশ্য উত্তরও দিয়েছেন প্রীতি।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। অনেকে মিলে একসঙ্গে বসে ইফতার করতে দেখা যায় তাঁদের। ফল, খেজুর, ফলের রস দিয়ে সকলের সঙ্গে ইফতারে অংশ নিতে দেখা যায় রাহুল প্রীতিকে। ভিডিওর সঙ্গে আদনান সামির গাওয়া ‘ভর দো ঝোলি’ গানটিও জুড়ে দেন অভিনেত্রী।
ভিডিওটি দেখেই সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়। একজন প্রীতিকে প্রশ্ন করেছেন, তুমি আর তোমার বর কি মুসলিম? অভিনেত্রীর উত্তর, তাঁরা মানুষ আর এটাই তাঁদের সবথেকে বড় পরিচয়। কিন্তু তবুও থামেনি নেটিজেনদের একাংশের সমালোচনা।
এরপর ফের ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দেন প্রীতি। রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি নিন্দুকদের বিরুদ্ধে। প্রীতি জানান, তিনি বহুদিন ধরে একটি পার্লারে যান। আর তাঁর সঙ্গে আলাপ হওয়ার পর থেকে রাহুলও ওই পার্লারে যাওয়া শুরু করেন। সেদিন তাঁরা দুজনে যখন ওখানে ছিলেন, তখনি পার্লারের কর্মীরা সারাদিনের রোজা ভেঙে ইফতার করতে বসেন।
রাহুল প্রীতিকেও অনুরোধ করেছিলেন তাঁরা একসঙ্গে ইফতার করতে। তাঁরাও খেয়েছেন, এতে সমস্যা কোথায়? প্রীতির ক্ষুব্ধ প্রশ্ন, এখনো এত পিছিয়ে রয়েছেন যে এই ধরণের মন্তব্য করছেন! সেই সঙ্গে অভিনেত্রী এও বলেন, তাঁরা ইফতার করেছেন, অন্য ধর্মের উৎসবে যোগ দিয়েছেন বলে যদি এতই সমস্যা হয় তাহলে ২৫ শে ডিসেম্বর পার্কস্ট্রিটেও ভিড় করা উচিত নয়।