Prity Biswas: ‘এই জঘন্য দুনিয়ায় আতঙ্কে রয়েছি’, ১৮ দিনের মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন প্রীতি

বাংলাহান্ট ডেস্ক : চরম অস্থির সময়ে মা হয়েছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস (Prity Biswas)। তাঁর কোল জুড়ে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। নতুন অধ্যায় শুরু করতেই আমূল বদলেছে জীবন। ১৮ দিন হল পরিবারে নতুন সদস্য এসেছে রাহুল প্রীতির (Prity Biswas)। আগের থেকে দায়িত্ব বেড়েছে অভিনেত্রীর। মেয়ের সব কাজ করছেন নিজে হাতেই। চোখের সামনে একটু একটু করে বড় হতে দেখছেন মেয়েকে। প্রীতির কথায়, এ এক অন্য রকম অনুভূতি।

মেয়েকে অভিনয় জগতে আনতেও আপত্তি নেই প্রীতির (Prity Biswas)

সংবাদ মাধ্যমকে প্রীতি (Prity Biswas) বলেন, আর পাঁচজন মায়ের মতো এখন থেকেই সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখেননি তিনি। সময়ের উপরে ভরসা রেখেছেন। মেয়ে বড় হয়ে ভালোভাবে ভদ্র ভাবে যা করতে চাইবে করবে, বক্তব্য প্রীতির (Prity Biswas)। এমনকি মেয়ে যদি অভিনয় জগতে আসতে চায় ভবিষ্যতে তাতেও কোনো আপত্তি নেই তাঁর। তবে প্রীতি বলেন, সন্তান যেন এটা ভেবে বড় না হয় যে বাবা মায়ের আছে বলে তাকে কিছু করতে হবে না। মেয়ে বড় হয়ে স্বাবলম্বী হোক এটাই কামনা প্রীতির (Prity Biswas)।

   

আরো পড়ুন : Neha Amandeep: মাত্র ৩ মাসেই ফ্লপ ‘যোগমায়া’, ব্যর্থতা কাটিয়ে হ্যান্ডসাম নায়কের সঙ্গে কামব্যাক করছেন নেহা আমনদীপ

নিজে হাতে করছেন মেয়ের সব কাজ

প্রীতি (Prity Biswas) জানান, তাঁর মধ্যে আমূল পরিবর্তন এসেছে। মেয়ের ডায়াপার বদল থেকে খাওয়ানো, নিজে হাতে করছেন সবটাই। এর মধ্যেও একটা আনন্দ রয়েছে বলে মন্তব্য করেন প্রীতি। তিনি একা নন, নতুন বাবা রাহুলও বিরতি নিয়েছেন ‘হরগৌরী পাইস হোটেল’ এর শুটিং থেকে। অন্য কাজও হাতে নেননি। মেয়ে কাঁদছে কিনা, খিদে পাচ্ছে কিনা সবটাই খেয়াল রাখছেন তিনি।

আরো পড়ুন : Bollywood: ছিল হিরো হওয়ার স্বপ্ন, হয়ে যান ভিলেন, বলিউডের এই অভিনেতা আসলে জ্যোতি বসুর নাতজামাই

মন থেকে আতঙ্ক যাচ্ছে না প্রীতির

আরজিকর কাণ্ডের প্রতিবাদে যখন গোটা রাজ্য মুখর তখনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন প্রীতি (Prity Biswas)। অভিনেত্রী এদিন বলেন, তিনি মন থেকে মেয়ে চেয়েছিলেন। কিন্তু একটা সময় ভয় পেয়ে গিয়েছিলেন। মনে হয়েছিল জীবনের কিছু অ্যাডজাস্টমেন্ট এর মধ্যে তাঁর মেয়েকেও পড়তে হবে কখনো।

Prity Biswas

প্রীতি বলেন, নেতিবাচকতাকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করেন তিনি। তবুও একটা আতঙ্কে রয়েছেন তিনি। মেয়েকে স্কুলে পাঠাবেন কী করে সেই চিন্তা গ্রাস করছে তাঁকে। আন্দোলনের মধ্যে দিয়ে দ্রুত একটি সমাধান বের হোক এটাই চান তিনি।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর