Fixed Deposit: ৩-৪% নয়, ফিক্সড ডিপোজিট করলে পাবেন ৮.২৫% সুদ, ব্যাঙ্কে চলছে বাম্পার অফার! কি নাম সেই ব্যাঙ্কের?

বাংলাহান্ট ডেস্ক: কি এখনো মেয়ের বিয়ের চিন্তায় হাত কামড়াচ্ছেন! সংসারের চিন্তায় চিন্তায় ব্লাড প্রেসার হাই, এখনো কোনো ফিক্স ডিপোজিট করেন নি। নো চাপ, ঘরে বসে আয়েশে আরামে জিন্দেগি কাটানোর সুযোগ রয়েছে। ভাবছেন কিভাবে? যদি বলি এমন একটি ব্যাঙ্ক (Private Bank) রয়েছে যেখানে আপনি টাকা জমালেই হয়ে যাবেন রাজা। বিশ্বাস হচ্ছে না তো? আপনারা ফিক্সড ডিপোজিটের জন্য সর্বদা ব্যাঙ্ককেই বেছে নেন। কিন্তু অনেক সময় দেখা যায়, এই ব্যাঙ্কের যে পরিমাণ সুদ দিচ্ছে তাতে আপনার মন ভরছে না। তবে আজ এমন একটি ব্যাঙ্কের (Private Bank) খোঁজ দেবো যেখানে টাকা জমালেই মন মতো পাবেন সুদ।

আপনারা বড়জোর টাকা ফিক্সড করলে মাসে কত করে সুদ পান ওই বড়জোর ৩ থেকে ৪%। কিন্তু এমন একটি ব্যাংক (Private Bank) রয়েছে যেখানে টাকা জমা করলে সুদ হিসেবে দেয় ৮.২৫ শতাংশ হারে সুদ। শুধু তাই নয়, এখানে টাকা জমালেও টাকা রিটার্নের সময় অনেকটাই কম। মাত্র ১ বছর থেকে ১.৫ বছরের মধ্যে রয়েছে এই স্কিম।

আরো পড়ুন : হোমস্টের জানলা দিয়েই পাবেন মাউন্ট নরসিং’য়ের বিরল দর্শন! এইখানে গেলেই হাঁ করে তাকাবেন

কোন ব্যাংকে (Private Bank) পাওয়া যাবে এই লাভবান স্কিম?

আপনারা ইন্ডাসল্যান্ড ব্যাঙ্কের (Private Bank) নাম শুনেছেন নিশ্চয়ই। এটি মূলত প্রাইভেট অর্থাৎ বেসরকারি শাখার প্রথম সারির ব্যাঙ্ক। এদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে অন্যান্য ব্যাংকের (Private Bank) তুলনায় বিশেষ পরিবর্তন রয়েছে। এখানে আপনি ২ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারবেন। তবে ২ কোটি টাকাই ফিক্সড করতে হবে এমন কোন কথা নেই। আপনি চাইলে এর কম টাকাও ফিক্সড করতে পারেন।

আরো পড়ুন : তৈরি হল ইতিহাস! IPL-এর মেগা নিলামে অংশগ্রহণ করবেন ইতালির এই ক্রিকেটার, চমকে দেবে পরিচয়

এখানে টাকা ফিক্সড করলে সুদের হার হিসেবে পাওয়া যায় ৮.২৫ শতাংশ। তবে হ্যাঁ মনে রাখবেন, এই সুদের হার কিন্তু সকলের জন্য নয়। জানা গিয়েছে, সাধারণ গ্রাহকরা এখান থেকে ৭.৯৯ শতাংশ হারে সুদ পাবেন। একমাত্র সিনিয়র সিটিজেনদের জন্যই চড়া হারে সুদ দেওয়া হয়। যে সুদের পরিমাণ ৮.২৫ শতাংশ। তাহলে এখানে কোনো সিনিয়র সিটিজেন টাকা জমালে সুদ এবং আসল মিলিয়ে কোটি টাকার ব্যক্তি হয়ে উঠবেন।

Private Bank

তবে এখানে আরো একটি সুবিধা রয়েছে সর্বনিম্ন ৭ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত টাকা বিনিয়োগ করতে পারেন। এত সুবিধা আপনি কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তাই আর দেরি না করে দ্রুত এখানে বিনিয়োগ করুন। এবং লালে লাল হয়ে উঠুন।


Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর