শাড়িতে দেশি লুক বা বোল্ড অবতার, নয়া ফটোশুটে ভাইরাল প্রিয়া প্রকাশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার (priya prakash varrier), নামটার সঙ্গে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। কয়েক মিনিটের একটি ভিডিও আক্ষরিক অর্থেই জীবন বদলে দিয়েছিল প্রিয়ার। ইন্টারনেট সেনসেশন বনে গিয়েছিলেন তিনি। সেই থেকেই শুরু তাঁর খ‍্যাতির সিঁড়িতে চড়া।
স্টারডম যে মানুষকে কোন উচ্চতায় পৌঁছে দিতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। জনপ্রিয়তায় তাবড় তাবড় তারকাদের টেক্কা দিয়েছেন তিনি।


ডেবিউ মালয়ালম ছবি ওরু আদার লভ থেকেই জনপ্রিয়তা পাওয়া শুরু প্রিয়ার। সেই ছবির গান ‘মানিক‍্য মালারায়া পুভি’র কিছু দৃশ‍্য ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়। কার্যত চোখ মেরেই সবাইকে দিওয়ানা বানিয়ে দিয়েছিলেন প্রিয়া। রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে যান তিনি।

https://www.instagram.com/p/CBFaiMIA_pv/?igshid=kbo3fhmeexan

https://www.instagram.com/p/B-84c0sgsls/?igshid=1cfyi94768cv0

সোশ‍্যাল মিডিয়াতে প্রিয়া প্রকাশের জনপ্রিয়তা দেখার মত। তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ‍্যা ৭ মিলিয়নের বেশি। ওই ভাইরাল ভিডিওটির পরেই হু হু করে বাড়তে থাকে তাঁর ফলোয়ার সংখ‍্যা। আর অনুরাগীদের কিভাবে মন ভোলাতে হয় তা রপ্তও করে ফেলেছেন প্রিয়া।

https://www.instagram.com/p/B94MKKLARCX/?igshid=129ipo3fz0zrp

তবে বেশ কিছুদিন সোশ‍্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন অভিনেত্রী। এখন ফের ইনস্টাতে ফিরেই তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। কখনো শাড়ি আবার কখনো বোল্ড লুকে ধরা দিয়েছেন প্রিয়া। সেই সব ছবিই ভাইরাল হয়ে গিয়েছে।

https://www.instagram.com/p/CBUnvw3AbiK/?igshid=126dvwnhrlw2o

সম্প্রতি জানা গিয়েছিল, তেলুগু সুপারস্টার মহেশ বাবুর (mahesh babu) সঙ্গে রোম‍্যান্স করতে দেখা যাবে তাঁকে। মহেশের হিরোইন হওয়ার দৌড়ে ছিলেন কিয়ারা আডবানী ও জাতীয় পুরস্কার বিজয়ী কীর্তি সুরেশও। কিন্তু তাঁদের টেক্কা দিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন প্রিয়া।

https://www.instagram.com/p/CBnpMOqAWx4/?igshid=13xcm2lvhfji2

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, গীত গোবিন্দম খ‍্যাত পরিচালক পরশুরামের সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন মহেশ বাবু। ছবির নাম এখনও ঠিক না হলেও জানা গিয়েছে একটি অ্যাকশন থ্রিলার করতে চলেছেন পরিচালক। তার জন‍্য খোঁজ চলছিল নায়িকার।

https://www.instagram.com/p/CBsXuxUgomJ/?igshid=1nhty0h28yghn

প্রসঙ্গত, এই মুহূর্তে বেশ কিছু প্রোজেক্ট রয়েছে প্রিয়া প্রকাশের ঝুলিতে। চন্দ্রশেখর য়েলেতি পরিচালিত ছবিতে দেখা যাবে তাঁকে। প্রিয়ার বিপরীতে রয়েছেন নীতিন।

সম্পর্কিত খবর

X