‘উর্দুতে বলতে গিয়ে গুলিয়ে ফেলেছেন’! ফিরহাদের সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে ‘সাফাই’ মেয়ে প্রিয়দর্শিনীর

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সংখ্যাগুরু-সংখ্যালঘু মন্তব্য নিয়ে বিস্তর চর্চা হয়েছে। বিরোধীরা সরব হওয়ার পাশাপাশি তীব্র নিন্দা করেছে খোদ তৃণমূল কংগ্রেসও। এবার এই নিয়ে মুখ খুললেন ববি-কন্যা প্রিয়দর্শিনী হাকিম। তাঁর দাবি, ফিরহাদের বক্তব্য বাংলায় অনুবাদ হতে গিয়ে হয়তো গুলিয়ে গিয়েছে।

ফিরহাদের (Firhad Hakim) হয়ে ‘ব্যাট’ ধরলেন মেয়ে!

সম্প্রতি এক সংগঠনের ডাকে শিক্ষা সম্মেলনে গিয়ে ববি বলেন, ‘বাংলায় আমরা ৩৩ শতাংশ। তবে সম্পূর্ণ ভারতে মাত্র ১৭ শতাংশ। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা ভাবি, আমাদের ওপর যদি সর্বশক্তিমানের কৃপা থাকে, তাহলে একদিন আমরা সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। সর্বশক্তিমানের এই ইচ্ছা তথা নির্দেশকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারব’। এবার এই নিয়ে মুখ খুললেন মেয়ে প্রিয়দর্শিনী (Priyadarshini Hakim)।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় এই নিয়ে কথা বলেন ফিরহাদ-কন্যা (Firhad Hakim)। তিনি বলেন, ‘বাবা উর্দুতে বলেছেন। আমার মনে হয় বাংলায় অনুবাদ হতে গিয়ে ওটা গুলিয়ে গিয়েছে। বলতে চেয়েছেন আমরা ৩৩% মুসলিম আছি। কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু ভাবব না। আমরা যদি শিক্ষার সুযোগ পাই, তাহলে আমরাও সমাজে একটা জায়গায় সংখ্যাগুরু হয়ে যাব’।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! ৭% DA বৃদ্ধি করল রাজ্য সরকার! কবে থেকে হাতে পাবেন সরকারি কর্মীরা?

প্রিয়দর্শিনীর দাবি, ফিরহাদ হয়তো নিজের বক্তব্যের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন। তাঁর কথায়, ‘উনি বোধহয় এটাই বোঝাতে চেয়েছেন। অর্থাৎ ৩৩% বলে হীনমন্যতায় না ভুগে এমনভাবে নিজেকে তৈরি করো যাতে সফল হও। বাবা এটাই বোঝাতে চেয়েছেন’।

Firhad Hakim Priyadarshini Hakim

এদিকে সোমবার ফিরহাদের (Firhad Hakim) এই মন্তব্যের নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের তরফ থেকে লেখা হয়, ‘গতকালের আগের দিন একটি অনুষ্ঠানে করা শ্রী ফিরহাদ হাকিমের বক্তব্য থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দৃঢ়ভাবে নিজেকে বিচ্ছিন্ন করে এবং এর তীব্র নিন্দা জানায়। এই সকল মন্তব্য দলের আদর্শ ও অবস্থানের প্রতিফলন ঘটায় না। শান্তি, ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট। পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির সম্মুখীন করে এমন কোনও মন্তব্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর