বয়স্ক প্রিয়াঙ্কার সামনে নিক তো পুঁচকে, একেবারেই মানায়নি জুটিটা! ফের ট্রোলড ‘নিকিয়াঙ্কা’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস (Nick Jonas), বলিউড হলিউডের মেলবন্ধন করেছেন এই জুটি। আন্তর্জাতিক বিনোদন মঞ্চে নিজের জায়গা বানানোর পরে সেখানেই জীবনসঙ্গী খুঁজে সংসার পেতেছেন পিগি চপস। নিজের থেকে ১১ বছরের ছোট নিককে বিয়ে করেছেন তিনি। এ নিয়ে অনেক খোঁটা শুনতে হয়েছে তাঁকে। এবার ফের কটাক্ষ শুনলেন নিক প্রিয়াঙ্কা।

নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান ম‍্যাচমেকিং’ খ‍্যাত সীমা তাপারিয়া দ্বিতীয় সিজন নিয়ে আসছেন। নিজের গ্রাহকদের যোগ‍্য মনের মানুষ খুঁজতে সাহায‍্য করেন ‘সীমা আন্টি’। নিজের দীর্ঘ অভিজ্ঞতা আর ট্র‍্যাডিশনাল নিয়ম দিয়ে জুটি বাঁধেন সীমা। কিন্তু এবারে তাঁর অভিজ্ঞতা তাঁকে বিপদেই ফেলেছে। তাঁর একটি মন্তব‍্য নিয়ে রীতিমতো ট্রোল শুরু হয়েছে নেটপাড়ায়।


সম্প্রতি এক পর্বে সীমার কয়েকজন গ্রাহক পাত্র পাত্রীর মধ‍্যে বয়সের সঠিক পার্থক‍্যের বিষয়ে আলোচনা করছিলেন। তারা উদাহরণ টানেন নিক প্রিয়াঙ্কা জুটির। কিন্তু সীমা বলেন, তাঁর মতে নিক প্রিয়াঙ্কা একেবারেই যোগ‍্য জুটি নয়। তাঁরা বিয়ে করেছেন ঠিকই, কিন্তু জুটিটা একেবারেই মানায়নি।

সীমার মতে, প্রিয়াঙ্কার সামনে নিককে ছোট্ট লাগে আর অভিনেত্রীকে মনে হয় বয়স্ক।
তাঁর মন্তব‍্য নিয়ে বিচিত্র সব মতামত দিচ্ছেন নেটিজেনরা। অনেকেই সহমত সীমা আন্টির সঙ্গে। অনেকে আবার পুরো বিষয়টাকেই হাস‍্যকর বলে মন্তব‍্য করেছেন। আবার অনেকে লিখেছেন, সীমা আন্টি পুরো দেশি বাবা মা দের মতো কথা বলছেন।


প্রসঙ্গত, ২০১৮ তে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। নিজের থেকে বয়সে ছোট নিককে বিয়ে করায় বহু সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। এমনকি এখনও তাঁদের নিয়ে ট্রোল অব্যাহত রয়েছে। তবে সেসবকে কোনওদিনই পাত্তা দেননি অভিনেত্রী। একে অপরের সঙ্গে দিব্যি সুখেই রয়েছেন। সংসারও করছেন চুটিয়ে। তবে এখনও মাঝে মাঝেই সংবাদ শিরোনামে উঠে আসেন নিক প্রিয়াঙ্কা জুটি।

X