বাংলাহান্ট ডেস্ক: জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দীর্ঘদিন ধরে যমে মানুষে টানাটানির পর হাওড়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বছর বাইশের প্রাণোচ্ছ্বল অভিনেত্রীর মৃত্যুতে নড়ে গিয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। এর মধ্যে একটা মাস ঘুরে গিয়েছে। কিন্তু ঐন্দ্রিলাকে ভুলে যাওয়া সহজ নয়।
গত ১ লা নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাওড়ার এক সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। ২০ দিন অমানুষিক লড়াইয়ের পর শেষমেষ হার মানেন ঐন্দ্রিলা। তিনি যখন হাসপাতালের বিছানায় তখনি শোনা গিয়েছিল, একটি ওয়েব সিরিজে কাজ হারিয়েছেন ঐন্দ্রিলা।
হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই শোনা গিয়েছিল, আসন্ন একটি ওয়েব সিরিজ ‘অলক্ষ্মীজ ইন গোয়া’য় ঐন্দ্রিলার বদলে অন্য কাউকে দেখা যাবে। ঐন্দ্রিলা যখন হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তখন গোয়ায় নাকি তাঁকে বাদ দিয়েই শুরু হয়ে গিয়েছিল সিরিজের শুটিং।
আসলে বাংলা ছবির ক্ষেত্রে বাজেট খুবই সীমাবদ্ধ থাকে। উপরন্তু বাংলার বাইরে গিয়ে শুট করলে খরচও একধাক্কায় অনেকটাই বেড়ে যায়। একটা প্রোজেক্টের সঙ্গে যুক্ত থাকেন অনেকগুলো মানুষ। তাই ঐন্দ্রিলার সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করার ঝুঁকি নেওয়া সম্ভব হয়নি বলে জানা গিয়েছিল। যদিও বিষয়টা ভাল ভাবে নেননি অনেকেই।
সে সময়ে ঐন্দ্রিলার পরিবর্তে যাঁকে নেওয়া হয়েছিল তাঁর পরিচয় গোপনই রাখা হয়েছিল। কিন্তু এখন নতুন পোস্টারের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে এল অভিনেত্রীর পরিচয়। তিনি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। একাধিক সিরিয়াল, সিরিজে অভিনয় দিয়ে মন জয় করেছেন তিনি। প্রিয়াঙ্কা ভট্টাচার্য ছাড়াও সিরিজে রয়েছেন প্রিয়াঙ্কা মণ্ডল, অনুরাধা মুখোপাধ্যায়, আভেরী সিংহ রায়রা। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ইচ্ছাপ্রকাশ করেছেন, ঐন্দ্রিলার শুট করা কিছু দৃশ্যও থাকবে সিরিজে।